হোম > বিশ্ব > আফ্রিকা

একসঙ্গে ৯ সন্তানের জন্ম দিলেন হালিমা

ঢাকা: আফ্রিকার দেশ মালির একজন নারী একসঙ্গে নয় সন্তাদের জন্ম দিয়েছেন। গতকাল মঙ্গলবার মরক্কোতে অস্ত্রোপচারের মাধ্যমে হালিমা সিসি নামের ওই নারী পাঁচ কন্যা ও চার ছেলে শিশুর জন্ম দেন। মালির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, ২৫ বছর বয়সী হালিমা গর্ভাবস্থাতেই জানতে পেরেছিলেন যে তাঁর গর্ভে সাতটি সন্তান। তখনই তিনি আলোচনায় আসেন।

এ নিয়ে মালির স্বাস্থ্যমন্ত্রী ফান্তা সিবাই বলেন, মা ও নবজাতকরা সুস্থ আছেন। চিকিৎসকের সঙ্গে সবসময় যোগাযোগ রাখছি। কয়েক সপ্তাহের মধ্যেই তাদের দেশে ফিরিয়ে আনা হবে।

মরক্কোর স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র রশিদ কৌধারি বলেন, একসঙ্গে এতো শিশুর জন্ম দেওয়ার আমাদের ধারণাতেই ছিল না। এটা খুবই আশ্চর্যজনক ঘটনা।

স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, একসঙ্গে নয় শিশুর জন্মদানকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলে ননুপ্লেটস। এটি খুবই বিরল ঘটনা। চিকিৎসকরা হালিমা ও তাঁর নয় শিশুর স্বাস্থ্যের বিষয়ে বেশ উদ্বিগ্ন। একসঙ্গে এত শিশুর জন্মের ক্ষেত্রে নানা জটিলতা দেখা দেয়। অনেক ক্ষেত্রেই এমন ঘটনায় কয়েক দিনের মধ্যে একাধিক শিশুর মৃত্যু হয়।

এবার মার্কিন নাগরিক প্রবেশে নিষেধাজ্ঞা দিল আফ্রিকার কিছু দেশ, কিন্তু কেন

দক্ষিণ আফ্রিকায় ঐতিহ্যবাহী গণখতনা, সংক্রমণ ও পানিশূন্যতায় মৃত্যু ৪১

ইসরায়েল কেন প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিল

সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি—‘রাষ্ট্রীয় আগ্রাসন’ আখ্যা দিয়ে প্রত্যাহারের দাবি সোমালিয়ার

নাইজেরিয়ায় হামলা: ‘বড়দিনের উপহার’ বলে উদ্‌যাপন ট্রাম্প প্রশাসনের, স্থানীয়রা বলছেন—‘কখনো আইএস দেখিনি’

প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ইসরায়েল

ট্রাম্পের নির্দেশে নাইজেরিয়ায় মার্কিন বাহিনীর হামলা

ফরাসি ঔপনিবেশিক শাসনকে ‘অপরাধ’ গণ্য করে আলজেরিয়ায় আইন পাস

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের অপহৃত আরও ১৩০ শিক্ষার্থী মুক্ত

এবার জোহানেসবার্গের পানশালায় বন্দুকধারীদের গুলি, নিহত ৯