হোম > বিশ্ব > আফ্রিকা

মরক্কোতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে নিহত ২৪

আফ্রিকার মাগরেব অঞ্চলের দেশ মরক্কোতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২৪ জন নিহত হয়েছে। আজ রোববার দেশটির আজিলাল প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে আরব নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।  

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দেমনেত শহরের সাপ্তাহিক বাজারে একটি যাত্রীবাহী মিনিবাস বাঁকে উল্টে এ দুর্ঘটনা হয়। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। 

মরক্কো ও উত্তর আফ্রিকার অন্যান্য দেশের রাস্তায় প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটছে। মরক্কোতে অনেক দরিদ্র নাগরিক গ্রামাঞ্চলে ভ্রমণের জন্য কোচ ও মিনিবাস ব্যবহার করেন। তাঁরা এসব দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন।

গত মার্চে মফস্বল শহর ব্রাচুয়ায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে একটি মিনিবাসটি একটি গাছে ধাক্কা দিলে ১১ জন মারা যান। নিহতদের বেশির ভাগই কৃষক ছিল বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছিলেন। 

এ ছাড়া গত বছরের আগস্টে মরক্কোর অর্থনৈতিক রাজধানী কাসাব্লাংকার পূর্ব দিকে একটি বাঁকে বাস উল্টে ২৩ জন নিহত ও ৩৬ জন আহত হয়।

দেশটির জাতীয় সড়ক সুরক্ষা সংস্থার তথ্য অনুসারে, মরক্কোতে সড়ক দুর্ঘটনায় বছরে গড়ে সাড়ে তিন হাজার মানুষের মৃত্যু এবং ১২ হাজার জন আহতের ঘটনা রেকর্ড করা হয়। গত বছর এই সংখ্যা ছিল প্রায় ৩ হাজার ২০০। সেই হিসাবে প্রতিদিন সড়ক দুর্ঘটনায় দেশটিতে গড়ে ১০ জন মারা যায়। 

২০১২ সালে দেশটির ইতিহাসে সবচেয়ে মারাত্মক বাস দুর্ঘটনায় ৪২ জন নিহত হওয়ার পর থেকে কর্তৃপক্ষ ২০২৬ সালের মধ্যে মৃত্যুর হার অর্ধেক করার লক্ষ্য নিয়েছে।

এবার মার্কিন নাগরিক প্রবেশে নিষেধাজ্ঞা দিল আফ্রিকার কিছু দেশ, কিন্তু কেন

দক্ষিণ আফ্রিকায় ঐতিহ্যবাহী গণখতনা, সংক্রমণ ও পানিশূন্যতায় মৃত্যু ৪১

ইসরায়েল কেন প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিল

সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি—‘রাষ্ট্রীয় আগ্রাসন’ আখ্যা দিয়ে প্রত্যাহারের দাবি সোমালিয়ার

নাইজেরিয়ায় হামলা: ‘বড়দিনের উপহার’ বলে উদ্‌যাপন ট্রাম্প প্রশাসনের, স্থানীয়রা বলছেন—‘কখনো আইএস দেখিনি’

প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ইসরায়েল

ট্রাম্পের নির্দেশে নাইজেরিয়ায় মার্কিন বাহিনীর হামলা

ফরাসি ঔপনিবেশিক শাসনকে ‘অপরাধ’ গণ্য করে আলজেরিয়ায় আইন পাস

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের অপহৃত আরও ১৩০ শিক্ষার্থী মুক্ত

এবার জোহানেসবার্গের পানশালায় বন্দুকধারীদের গুলি, নিহত ৯