হোম > বিশ্ব > আফ্রিকা

আরব বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী নাজলা বাউডেন

আরব বিশ্ব এবং তিউনিসিয়ার ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হচ্ছেন রাজনৈতিক অঙ্গনে স্বল্প পরিচিত একজন ভূতত্ত্ব প্রকৌশলী নাজলা বাউডেন রমধান। দেশটির প্রেসিডেন্ট কায়েস সাইয়েদ তাঁকে দ্রুত সময়ের মধ্যে সরকার গঠনের জন্য নির্দেশ দিয়েছেন।

গতকাল বুধবার দেশটির প্রেসিডেন্ট দপ্তরের ফেসবুক পেজে একটি ভিডিও বার্তায় প্রেসিডেন্ট কায়েস সাইয়েদ প্রধানমন্ত্রী হিসেবে নাজলা বাউডেনের নাম ঘোষণা করেন। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এই তথ্য জানানো হয়েছে।

ওই ভিডিওতে দেখা যায়, প্রেসিডেন্ট কায়েস বাউডেনকে দ্রুত সময়ের মধ্যে একটি সরকার গঠনের নির্দেশ দিচ্ছেন। কারণ এরই মধ্যে অনেক সময় অতিবাহিত হয়ে গেছে। এ ছাড়া তিনি বলছেন, এটা নারীদের জন্য সম্মানের যে আপনি প্রধানমন্ত্রী হচ্ছেন।

এর আগে গত জুলাইয়ে দেশটির প্রেসিডেন্ট কায়েস সাইয়েদ তাঁর আগের প্রধানমন্ত্রী হিসেম মিসিসিকে বরখাস্ত করে সমস্ত ক্ষমতা নিজের কাছে নেন এবং সংসদের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেন।

উল্লেখ্য, নাজলা বাউডেন এর আগে দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে বিশ্বব্যাংকের একটি প্রকল্পে কাজ করেছিলেন। কিন্তু রাজনৈতিক অঙ্গনে তিনি তেমন পরিচিত নন। তিনি ভূ–পদার্থবিদ্যা বিভাগের একজন অধ্যাপক।

সোনা খুঁজতে গিয়েছিল দুই কিশোর, খনি ধসে চাপা পড়ে হলো মৃত্যু

বেনিনে সামরিক অভ্যুত্থান ঠেকিয়ে দিল সরকার অনুগত সেনারা

দক্ষিণ আফ্রিকায় হোস্টেলে ঢুকে এলোপাতাড়ি গুলি, নিহত অন্তত ১১

মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের নির্দেশ ট্রাম্পের, নেপথ্যে সুদানকেন্দ্রিক আরব বিশ্বের নয়া ভূরাজনীতি

নামিবিয়ার নির্বাচনে আবারও জয়ী ‘অ্যাডলফ হিটলার’

রাশিয়ার হয়ে যুদ্ধে ১৭ যুবককে প্ররোচনার অভিযোগ—জ্যাকব জুমার মেয়ের পদত্যাগ

ভোটে পরাজয় টের পেয়ে গিনি বিসাউয়ের প্রেসিডেন্টই কি ঘটালেন সামরিক অভ্যুত্থান

গিনি বিসাউয়ে সামরিক অভ্যুত্থান, সেনাবাহিনীর ক্ষমতা দখল, প্রেসিডেন্ট বন্দী

এল-ফাশেরে ৩ দিনে ২৭ হাজার মানুষকে হত্যা করেছে আরএসএফ: দারফুরের গভর্নর

১০ হাজার বছর পর জেগেছে ইথিওপিয়ার আগ্নেয়গিরি, ভারতের দিকে ধেয়ে আসছে ছাই