হোম > বিশ্ব > আফ্রিকা

কেনিয়ার প্রতিরক্ষা প্রধান ও শীর্ষ সামরিক কর্তাদের নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত

কেনিয়ার একটি সামরিক হেলিকপ্টার দেশটির প্রতিরক্ষা প্রধান জেনারেল ফ্রান্সিস ওমন্ডি ওগোল্লা সহ শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তাদের নিয়ে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। দেশটির পুলিশের বরাত দিয়ে বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১১টার দিকে এই খবর জানিয়েছে বিবিসি, এএফপিসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যম। 

কেনিয়ার একজন সিনিয়র পুলিশ অফিসার এএফপিকে জানিয়েছেন, বিধ্বস্ত হওয়ার পর হেলিকপ্টারটিতে আগুন ধরে যায় এবং এতে জেনারেল ওগোল্লা সহ ১০ জনের বেশি সিনিয়র কমান্ডার ছিলেন। 

এ বিষয়ে বিবিসি জানিয়েছে, সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের পর কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো দেশটির নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডেকেছেন। তাঁর মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। 

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, হেলিকপ্টারে অবস্থান করা সবাই ছিলেন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা। তাদের মধ্যে জেনারেল ফ্রান্সিস ওগোল্লা, রাষ্ট্রপতির প্রধান সামরিক উপদেষ্টাও ছিলেন। তবে বিবিসি এসব প্রতিবেদনের সত্যতা যাচাই করতে পারেনি। 

খবরে বলা হয়েছে, হেলিকপ্টারটি কেনিয়ার রিফট ভ্যালিতে নেমে এসেছিল এবং আগুনে ফেটে পড়েছিল। হেলিকপ্টারটিতে থাকা পাঁচজন নিহত হয়েছেন এবং অন্তত তিনজন বেঁচে গেছেন বলেও একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। 

সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাক্সে কেনিয়ার সরকারের মুখপাত্র আইজ্যাক মওয়াউরা কেনিয়ানদের শান্ত থাকার এবং এই সংকটময় সময়ে যে কোনো ধরনের জল্পনা এড়ানোর আহ্বান জানিয়েছেন। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে দ্রুত বিবৃতি দেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

সোনা খুঁজতে গিয়েছিল দুই কিশোর, খনি ধসে চাপা পড়ে হলো মৃত্যু

বেনিনে সামরিক অভ্যুত্থান ঠেকিয়ে দিল সরকার অনুগত সেনারা

দক্ষিণ আফ্রিকায় হোস্টেলে ঢুকে এলোপাতাড়ি গুলি, নিহত অন্তত ১১

মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের নির্দেশ ট্রাম্পের, নেপথ্যে সুদানকেন্দ্রিক আরব বিশ্বের নয়া ভূরাজনীতি

নামিবিয়ার নির্বাচনে আবারও জয়ী ‘অ্যাডলফ হিটলার’

রাশিয়ার হয়ে যুদ্ধে ১৭ যুবককে প্ররোচনার অভিযোগ—জ্যাকব জুমার মেয়ের পদত্যাগ

ভোটে পরাজয় টের পেয়ে গিনি বিসাউয়ের প্রেসিডেন্টই কি ঘটালেন সামরিক অভ্যুত্থান

গিনি বিসাউয়ে সামরিক অভ্যুত্থান, সেনাবাহিনীর ক্ষমতা দখল, প্রেসিডেন্ট বন্দী

এল-ফাশেরে ৩ দিনে ২৭ হাজার মানুষকে হত্যা করেছে আরএসএফ: দারফুরের গভর্নর

১০ হাজার বছর পর জেগেছে ইথিওপিয়ার আগ্নেয়গিরি, ভারতের দিকে ধেয়ে আসছে ছাই