হোম > বিশ্ব > আফ্রিকা

নাইজেরিয়ায় নিষেধাজ্ঞা অমান্য করে টুইটার ব্যবহার করলে কঠোর ব্যবস্থা

ঢাকা: অনির্দিষ্টকালের জন্য টুইটার ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে নাইজেরিয়া। স্থানীয় সময় শুক্রবার দেশটিতে টুইটার ব্যবহারে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, সরকারের নির্দেশনার পরপরই দেশটির মোবাইল ফোন কোম্পানিগুলো ব্যবহারকারীদের টুইটারে প্রবেশ বন্ধ করে দিয়েছে। কিন্তু এরপরও কিছু ব্যবহারকরী ভিন্ন পন্থা অবলম্বন করে টুইটার ব্যবহার করছেন।

কেউ যদি অন্য কোনো পন্থায় টুইটার ব্যবহার করেন তাহলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নাইজেরিয়া সরকারের মুখপাত্র।

এর আগে টুইটারের টার্ম অ্যান্ড কন্ডিশন লঙ্ঘন করায় নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ বুহারির অফিশিয়াল অ্যাকাউন্টের একটি টুইট মুছে দেয় টুইটার কর্তৃপক্ষ। এর জেরেই নাইজেরিয়াতে টুইটার নিষিদ্ধের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার নাইজেরিয়ার সরকার জানায়, প্রেসিডেন্ট মোহাম্মদ বুহারির টুইট মুছে দেওয়া ‘হতাশাজনক’, তবে টুইটার সাময়িকভাবে বন্ধের পেছনে এটাই একমাত্র কারণ নয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমের এই প্ল্যাটফর্মটি নাইজেরিয়ার অস্তিত্বকে অবমূল্যায়ন করেছে বলেও দাবি করেছে দেশটির সরকার।

দেশটির দাবি, ‘নাইজেরিয়ায় বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের কারণে নানা সমস্যা দেখা দিচ্ছে। এছাড়া ভুল তথ্য ও মিথ্যা সংবাদও ছড়াচ্ছে। যা যেকোনো ধরনের সহিংসতার আশঙ্কা বাড়িয়ে দিতে পারে।’

এক বিবৃতিতে নাইজেরিয়ার বিচারমন্ত্রী আবুবকর মালামি জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে কোনো ব্যক্তি টুইটার ব্যবহার করলে তাৎক্ষণিকভাবে তাঁকে বিচারের আওতায় আনতে তিনি নির্দেশনা পেয়েছেন। এই নির্দেশনাটি ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান সকলের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।

এদিকে এ ঘটনায় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে টুইটার কর্তৃপক্ষ।

এবার মার্কিন নাগরিক প্রবেশে নিষেধাজ্ঞা দিল আফ্রিকার কিছু দেশ, কিন্তু কেন

দক্ষিণ আফ্রিকায় ঐতিহ্যবাহী গণখতনা, সংক্রমণ ও পানিশূন্যতায় মৃত্যু ৪১

ইসরায়েল কেন প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিল

সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি—‘রাষ্ট্রীয় আগ্রাসন’ আখ্যা দিয়ে প্রত্যাহারের দাবি সোমালিয়ার

নাইজেরিয়ায় হামলা: ‘বড়দিনের উপহার’ বলে উদ্‌যাপন ট্রাম্প প্রশাসনের, স্থানীয়রা বলছেন—‘কখনো আইএস দেখিনি’

প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ইসরায়েল

ট্রাম্পের নির্দেশে নাইজেরিয়ায় মার্কিন বাহিনীর হামলা

ফরাসি ঔপনিবেশিক শাসনকে ‘অপরাধ’ গণ্য করে আলজেরিয়ায় আইন পাস

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের অপহৃত আরও ১৩০ শিক্ষার্থী মুক্ত

এবার জোহানেসবার্গের পানশালায় বন্দুকধারীদের গুলি, নিহত ৯