হোম > বিশ্ব > আফ্রিকা

মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে প্রধানমন্ত্রীসহ পুরো মন্ত্রিসভার পদত্যাগ

ঢাকা: মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী ফারমিন এনগ্রেবাদা তাঁর পুরো মন্ত্রিসভা নিয়ে পদত্যাগ করেছেন। গতকাল বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার একটি প্রতিবেদনে এমনটি বলা হয়েছে । 

সম্প্রতি মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র থেকে সেনা কার্যক্রম সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে ফ্রান্স। এই ঘোষণার এক সপ্তাহপর মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রীসহ পুরো মন্ত্রিসভার পদত্যাগ করলেন। এ ঘটনায় যুদ্ধবিধ্বস্ত দেশ মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র নতুন করে রাজনৈতিক সংকটের মধ্যে পড়ল।

একটি টুইট বার্তায় এনগ্রেবাদা জানান, তাঁর সরকার প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ফাউস্টিন–আর্চেঞ্জ তোয়াদের কাছে পদত্যাগপত্র দিয়েছেন। তবে বার্তা সংস্থা এএফপিকে প্রেসিডেন্টের একজন মুখপাত্র জানিয়েছেন, নতুন প্রশাসনের দায়িত্ব নেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে এনগ্রেবাদাকে বলা হয়েছে।

মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ফাউস্টিন–আর্চেঞ্জ তোয়াদের সাবেক চিফ অব স্টাফ এনগ্রেবাদা ২০১৯ সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। ওই বছরের ফেব্রুয়ারিতে খার্তুমে বিদ্রোহীদের সঙ্গে শান্তি চুক্তিতে বড় ভূমিকা রাখেন এনগ্রেবাদা। তবে সেই শান্তি চুক্তি বর্তমানে ভেঙে পড়ার দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। ২০১৩ সাল থেকেই মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে মারাত্মক সংঘর্ষ শুরু হয়। গত বছর দেশটির সাংবিধানিক আদালতের নির্দেশে সাবেক রাষ্ট্রপতি ফ্রাঙ্কোইস বোজাইজ প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারেননি। এর পর থেকে মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে সংঘর্ষ আরও বেড়ে গেছে।

মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের নির্দেশ ট্রাম্পের, নেপথ্যে সুদানকেন্দ্রিক আরব বিশ্বের নয়া ভূরাজনীতি

নামিবিয়ার নির্বাচনে আবারও জয়ী ‘অ্যাডলফ হিটলার’

রাশিয়ার হয়ে যুদ্ধে ১৭ যুবককে প্ররোচনার অভিযোগ—জ্যাকব জুমার মেয়ের পদত্যাগ

ভোটে পরাজয় টের পেয়ে গিনি বিসাউয়ের প্রেসিডেন্টই কি ঘটালেন সামরিক অভ্যুত্থান

গিনি বিসাউয়ে সামরিক অভ্যুত্থান, সেনাবাহিনীর ক্ষমতা দখল, প্রেসিডেন্ট বন্দী

এল-ফাশেরে ৩ দিনে ২৭ হাজার মানুষকে হত্যা করেছে আরএসএফ: দারফুরের গভর্নর

১০ হাজার বছর পর জেগেছে ইথিওপিয়ার আগ্নেয়গিরি, ভারতের দিকে ধেয়ে আসছে ছাই

সিয়েরা লিওনে কালো জাদুর নামে নরবলি, নেপথ্যে ক্ষমতার নেশা

দারফুরের করদোফানে আরএসএফকে ঠেলে এগিয়ে যাচ্ছে সুদানি সেনাবাহিনী

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের ৩ শতাধিক শিক্ষার্থীকে অপহরণ