হোম > বিশ্ব > আফ্রিকা

কায়রোর রাস্তায় হাজার বছর আগের রাজা-রানিদের শোভাযাত্রা

হাজার বছর আগের শাসকেরা আবার নেমে এসেছিলেন মিশরের রাজধানী রাস্তায়। তবে রক্ত-মাংসে নয়, মমি হয়ে। ২২টি মমি নিয়ে গতকাল শনিবার শোভাযাত্রা হয় কায়রোর রাস্তায়। আর এতে খরচ হয়েছে কয়েক মিলিয়ন ডলার।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়,  কায়রোর রাস্তায় সাত কিলোমিটার প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি। মমিগুলোকে নতুন জাদুঘরে নেওয়ার জন্যই এই শোভাযাত্রা হয়। ১৮ জন রাজা ও ৪ জন রানির মমি এই শোভাযাত্রায় বহন করা হয়।

মমিদের এই শোভাযাত্রা উপলক্ষে মিশরে নেওয়া হয়েছিল কঠোর নিরাপত্তাব্যবস্থা। এসব মমি মিশরের জাতীয় সম্পদ হিসেবে বিবেচনা করা হয়।

মমিগুলোর মধ্যে রাজা দ্বিতীয় রামসিসও ছিলেন। বাইবেল ও কোরানে যাকে ফেরাউন হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রায় ৬৭ বছর শাসন করেছেন এই রাজা। 

প্রতিটি মমিকে নেওয়া হয় সুসজ্জিত যানে। যাত্রাপথে মমিগুলো যাতে ঝাঁকুনি না খায়, সে জন্য বিশেষ ব্যবস্থাও নেওয়া হয়েছিল। 

রাষ্ট্রীয় সম্মাননার মাধ্যমে নতুন জাদুঘরে প্রবেশ করেন হাজার বছর আগের রাজা-রানিরা।

এবার মার্কিন নাগরিক প্রবেশে নিষেধাজ্ঞা দিল আফ্রিকার কিছু দেশ, কিন্তু কেন

দক্ষিণ আফ্রিকায় ঐতিহ্যবাহী গণখতনা, সংক্রমণ ও পানিশূন্যতায় মৃত্যু ৪১

ইসরায়েল কেন প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিল

সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি—‘রাষ্ট্রীয় আগ্রাসন’ আখ্যা দিয়ে প্রত্যাহারের দাবি সোমালিয়ার

নাইজেরিয়ায় হামলা: ‘বড়দিনের উপহার’ বলে উদ্‌যাপন ট্রাম্প প্রশাসনের, স্থানীয়রা বলছেন—‘কখনো আইএস দেখিনি’

প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ইসরায়েল

ট্রাম্পের নির্দেশে নাইজেরিয়ায় মার্কিন বাহিনীর হামলা

ফরাসি ঔপনিবেশিক শাসনকে ‘অপরাধ’ গণ্য করে আলজেরিয়ায় আইন পাস

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের অপহৃত আরও ১৩০ শিক্ষার্থী মুক্ত

এবার জোহানেসবার্গের পানশালায় বন্দুকধারীদের গুলি, নিহত ৯