হোম > বিশ্ব > আফ্রিকা

চাদে বিরোধী সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে ৪২ জন নিহত

মধ্য আফ্রিকার দেশ চাদের পূর্বাঞ্চলে বিরোধী দুই সম্প্রদায়ের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষে ৪২ জন নিহত হয়েছেন। দেশটির জননিরাপত্তা মন্ত্রণালয়ের বরাতে আজ বৃহস্পতিবার খবরটি দিয়েছে বার্তা সংস্থা এএফপি। বিশাল সাহেল অঞ্চলের মরুদেশটিতে জমি নিয়ে প্রায়ই বিরোধ হয়।
 
কাদের মধ্যে সংঘর্ষ হয়েছিল বা কত সময় ধরে চলেছিল সেসব কিছুই জানায়নি চাদের জননিরাপত্তা মন্ত্রণালয়। তবে এলাকাটিতে নিয়মিতই জমি নিয়ে কৃষক এবং যাযাবর সম্প্রদায় বা অন্যান্য গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়।

মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে যে, সংঘর্ষের পর ঘটনাস্থল ওউদ্দাই প্রদেশের তিলেগুই গ্রাম থেকে ১৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রামটির বড় অংশ সশস্ত্র লোকজন আগুনে পুড়িয়ে দিয়েছে।

চাদের জননিরাপত্তা মন্ত্রী জেনারেল মাহামত চরফাদিন মারগুই এক টেলিফোন বার্তায় এএফপিকে বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে আমি বিভিন্ন পক্ষের মধ্যে সমন্বয় করার চেষ্টা করছি।’

সরকার ও সেনা সদস্যদের নিয়ে গঠিত একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে সংঘর্ষস্থলে ছিলেন জেনারেল মাহামত চরফাদিন মারগুই। প্রতিনিধি দলের লক্ষ্য ছিল এই ঘটনার ওপর সম্পূর্ণরূপে আলোকপাত করা।

পূর্ব এবং দক্ষিণ চাদের অনেক বাসিন্দাই সশস্ত্র। সেখানে কৃষকেরা প্রায়ই পশুপালকদের বিরুদ্ধে অভিযোগ করে যে, পশুরা কৃষকদের ফসলি জমিতে চরে বেড়ায়। এসব ঘটনা থেকেও উৎপত্তি হয় অনেক সংঘর্ষের।

প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ইসরায়েল

ট্রাম্পের নির্দেশে নাইজেরিয়ায় মার্কিন বাহিনীর হামলা

ফরাসি ঔপনিবেশিক শাসনকে ‘অপরাধ’ গণ্য করে আলজেরিয়ায় আইন পাস

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের অপহৃত আরও ১৩০ শিক্ষার্থী মুক্ত

এবার জোহানেসবার্গের পানশালায় বন্দুকধারীদের গুলি, নিহত ৯

সুদানে যোদ্ধা পাঠাচ্ছে আরব আমিরাতের ঠিকাদার, ট্রাম্প নিষেধাজ্ঞা দিলেন কলম্বিয়ানদের

সোনা খুঁজতে গিয়েছিল দুই কিশোর, খনি ধসে চাপা পড়ে হলো মৃত্যু

বেনিনে সামরিক অভ্যুত্থান ঠেকিয়ে দিল সরকার অনুগত সেনারা

দক্ষিণ আফ্রিকায় হোস্টেলে ঢুকে এলোপাতাড়ি গুলি, নিহত অন্তত ১১

মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের নির্দেশ ট্রাম্পের, নেপথ্যে সুদানকেন্দ্রিক আরব বিশ্বের নয়া ভূরাজনীতি