হোম > বিশ্ব > আফ্রিকা

করোনাকালে জেলে যাওয়া আর মৃত্যুদণ্ড একই কথা: জ্যাকব জুমা 

আদালত অবমাননার দায়ে গত মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে ১৫ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এর প্রতিক্রিয়ায় গতকাল রোববার জ্যাকব জুমা জানিয়েছেন যে তিনি আদালতের নির্দেশ মেনে আত্মসমর্পণ করবেন না। 

আদালতের নির্দেশনা অনুযায়ী গতকাল রোববারের মধ্যে জুমাকে (৭৯) আত্মসমর্পণ করতে হতো। 

এ নিয়ে দক্ষিণ আফ্রিকার নাটাল প্রদেশের কোয়া-জুলুতে নিজস্ব বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাকালে তিনি বলেন, ‘মহামারিকালে আমাকে এই বয়সে জেলে পাঠানো আর মৃত্যুদণ্ড একই কথা। আজ আমি জেলে যাব না।’

এর আগে জ্যাকব জুমা তাঁর সমর্থকদের জানিয়েছিলেন যে সাংবিধানিক অধিকার লঙ্ঘন করে তাঁকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এক বিবৃতিতে জ্যাকব জুমা ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়, ‘আমাদের সংবিধানের সঙ্গে এমন রায় কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়।’

২০০৯ সালের মে মাসে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হন জ্যাকব জুমা। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে দুর্নীতির অভিযোগ ওঠার পর পদত্যাগ করেন জুমা। জুমার বিরুদ্ধে প্রধান অভিযোগ, তিনি রাষ্ট্রীয় অর্থ লোপাট করেছেন এবং ব্যবসায়ীদের রাজনীতিতে নাক গলানোর সুযোগ করে দিয়েছেন। 

এবার মার্কিন নাগরিক প্রবেশে নিষেধাজ্ঞা দিল আফ্রিকার কিছু দেশ, কিন্তু কেন

দক্ষিণ আফ্রিকায় ঐতিহ্যবাহী গণখতনা, সংক্রমণ ও পানিশূন্যতায় মৃত্যু ৪১

ইসরায়েল কেন প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিল

সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি—‘রাষ্ট্রীয় আগ্রাসন’ আখ্যা দিয়ে প্রত্যাহারের দাবি সোমালিয়ার

নাইজেরিয়ায় হামলা: ‘বড়দিনের উপহার’ বলে উদ্‌যাপন ট্রাম্প প্রশাসনের, স্থানীয়রা বলছেন—‘কখনো আইএস দেখিনি’

প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ইসরায়েল

ট্রাম্পের নির্দেশে নাইজেরিয়ায় মার্কিন বাহিনীর হামলা

ফরাসি ঔপনিবেশিক শাসনকে ‘অপরাধ’ গণ্য করে আলজেরিয়ায় আইন পাস

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের অপহৃত আরও ১৩০ শিক্ষার্থী মুক্ত

এবার জোহানেসবার্গের পানশালায় বন্দুকধারীদের গুলি, নিহত ৯