হোম > বিশ্ব > আফ্রিকা

কঙ্গোতে সশস্ত্র হামলায় প্রায় অর্ধশত নিহত

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের একটি খনি শিবিরে সশস্ত্র হামলায় ৩০ থেকে ৫০ জন মানুষ নিহত হয়েছেন এবং অনেকে নিখোঁজ রয়েছেন। সুশীল সমাজের তিন নেতার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

কঙ্গো সেনাবাহিনীর মুখপাত্র জুলেস এনগঙ্গো সিকুডি গতকাল রোববার বলেছেন, ‘পূর্বাঞ্চলীয় প্রদেশ ইতুরির মংওয়ালু শহরের কাছে একটি খনি শিবিরে মারাত্মক হামলা হয়েছে। হতাহতের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি। আশা করছি খুব শিগগিরই জানতে পারব। আমাদের সেনাবাহিনী সেখানে কাজ করছে।’ 

ইতুরির সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে নির্মূল করতে কঙ্গো সেনাবাহিনী রাতদিন কাজ করছে বলেও জানান তিনি। 

খনিতে হামলায় ৩০ থেকে ৫০ জন নিহত হয়েছেন বলে অনুমান করছেন সুশীল সামজের নেতারা। একজন নেতা বলেছেন, স্থানীয় হাসপাতালে আহতদের সংখ্যা দেখে তিনি হতবাক হয়ে গেছেন। দাইউদোন লোসা নামের একজন নেতা এই হত্যাকাণ্ডের জন্য কোডেকো মিলিশিয়াকে দায়ী করেছেন। 

কঙ্গো কর্তৃপক্ষ জানিয়েছে, এই সশস্ত্র বাহিনী বেসামরিক ক্যাম্পে হামলা চালানোর জন্য কুখ্যাত হয়ে উঠেছে। গত মাসে কোডোকো বাহিনীর হামলায় একটি গির্জায় ১৮ জন নিহত হয়েছেন। এ ছাড়া গত ফেব্রুয়ারিতে একটি শরণার্থী ক্যাম্পে হামলা চালিয়ে ৬০ জনকে হত্যা করেছে কোডোকো বাহিনী। 

রয়টার্স জানিয়েছে, সশস্ত্র বাহিনীর কারও মন্তব্য নিতে পারেনি রয়টার্স। 

কঙ্গোর পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতে বেসামরিক নাগরিকদের ওপর হামলা প্রায় নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। এসব অঞ্চলে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী কোডোকো, সেনাবাহিনী এবং ইসলামিক স্টেট গোষ্ঠীর মধ্যে প্রায় হামলার ঘটনা ঘটে। 

সহিংসতা দমন করতে ইতুরি এবং এর প্রতিবেশী উত্তর কিভু প্রদেশে গত বছর সামরিক আইন জারি করেছিল কঙ্গো সরকার। এ মাসে সামরিক আইন জারির এক বছর পূর্ণ হতে যাচ্ছে। 

মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের নির্দেশ ট্রাম্পের, নেপথ্যে সুদানকেন্দ্রিক আরব বিশ্বের নয়া ভূরাজনীতি

নামিবিয়ার নির্বাচনে আবারও জয়ী ‘অ্যাডলফ হিটলার’

রাশিয়ার হয়ে যুদ্ধে ১৭ যুবককে প্ররোচনার অভিযোগ—জ্যাকব জুমার মেয়ের পদত্যাগ

ভোটে পরাজয় টের পেয়ে গিনি বিসাউয়ের প্রেসিডেন্টই কি ঘটালেন সামরিক অভ্যুত্থান

গিনি বিসাউয়ে সামরিক অভ্যুত্থান, সেনাবাহিনীর ক্ষমতা দখল, প্রেসিডেন্ট বন্দী

এল-ফাশেরে ৩ দিনে ২৭ হাজার মানুষকে হত্যা করেছে আরএসএফ: দারফুরের গভর্নর

১০ হাজার বছর পর জেগেছে ইথিওপিয়ার আগ্নেয়গিরি, ভারতের দিকে ধেয়ে আসছে ছাই

সিয়েরা লিওনে কালো জাদুর নামে নরবলি, নেপথ্যে ক্ষমতার নেশা

দারফুরের করদোফানে আরএসএফকে ঠেলে এগিয়ে যাচ্ছে সুদানি সেনাবাহিনী

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের ৩ শতাধিক শিক্ষার্থীকে অপহরণ