হোম > বিশ্ব > আফ্রিকা

নাইজেরিয়ায় ভয়াবহ বন্যায় ৫০০ জনের মৃত্যু

নাইজেরিয়ায় এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় প্রায় ৫০০ জনের মৃত্যু হয়েছে। বাস্তুচ্যুত হয়ে পড়েছে ১৪ লাখের বেশি মানুষ। দেশটির সরকারের বরাতে এমনটা জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি। 

ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও দুর্বল অবকাঠামোর কারণে আফ্রিকার সবচেয়ে জনবহুল এই দেশের বিস্তীর্ণ এলাকা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে খাদ্য নিরাপত্তাহীনতা এবং মুদ্রাস্ফীতি পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। 

নাইজেরিয়ার মানবিকবিষয়ক মন্ত্রণালয় বলেছে, ‘১০ লাখ ৪০ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে, প্রায় ৫০০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আহত হয়েছে ১ হাজার ৫৪৬ জন। সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ৪৫ হাজার ২৪৯টি বাড়ি এবং ৭০ হাজার ৫৬৬ কৃষিজমি।’ 

জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র মানজো ইজেকিয়েল বুধবার এএফপিকে বলেন, ক্ষয়ক্ষতির সবশেষ পরিসংখ্যান গত সপ্তাহের শেষের। বর্ষাকাল সাধারণত জুনের দিকে শুরু হলেও বেশির ভাগ মৃত্যু এবং বাস্তুচ্যুতের ঘটনা আগস্ট ও সেপ্টেম্বরে। 

দেশটির দক্ষিণ অ্যানামব্রা রাজ্যের নাইজার নদীতে বন্যার কারণে গত শুক্রবার একটি নৌকাডুবির ঘটনায় ৭৬ জন মারা যায়। নাইজেরিয়ার আবহাওয়া সংস্থা জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত তারাবা, ইবোনি, বেনু ও ক্রস রিভার স্টেটের কিছু অংশে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস ছিল। এমনকি আকস্মিক বন্যার সম্ভাবনা রয়েছে বলেও জানায় আবহাওয়া সংস্থা। 

প্রবল বৃষ্টিপাতের পাশাপাশি বেশ কয়েকটি বাঁধ ছেড়ে দেওয়ার কারণে বন্যা পরিস্থিতি আরও খারাপ হয়েছে। ইজেকিয়েল আরও জানান, মানুষ আঞ্চলিক পরিকল্পনা নিয়ম লঙ্ঘন করে জলপথের কাছাকাছি ঘরবাড়ি নির্মাণের কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে। 

এর আগে ২০১২ সালে নাইজেরিয়ায় ভয়াবহ বন্যায় ৩৬৩ জনের মৃত্যু হয়েছিল। গৃহহীন হয়েছিল ২১ লাখেরও বেশি মানুষ। বিশ্ব খাদ্য কর্মসূচি এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা গত মাসে সতর্ক করে বলে, খাদ্য বিপর্যয়ের উচ্চ ঝুঁকিতে থাকা ছয়টি দেশের মধ্যে নাইজেরিয়াও রয়েছে। 

মিসরে সেনাবাহিনীর কবজায় বিপুল নগদ অর্থ, ঋণ সংকটেও সহায়তায় নারাজ

এবার মার্কিন নাগরিক প্রবেশে নিষেধাজ্ঞা দিল আফ্রিকার কিছু দেশ, কিন্তু কেন

দক্ষিণ আফ্রিকায় ঐতিহ্যবাহী গণখতনা, সংক্রমণ ও পানিশূন্যতায় মৃত্যু ৪১

ইসরায়েল কেন প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিল

সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি—‘রাষ্ট্রীয় আগ্রাসন’ আখ্যা দিয়ে প্রত্যাহারের দাবি সোমালিয়ার

নাইজেরিয়ায় হামলা: ‘বড়দিনের উপহার’ বলে উদ্‌যাপন ট্রাম্প প্রশাসনের, স্থানীয়রা বলছেন—‘কখনো আইএস দেখিনি’

প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ইসরায়েল

ট্রাম্পের নির্দেশে নাইজেরিয়ায় মার্কিন বাহিনীর হামলা

ফরাসি ঔপনিবেশিক শাসনকে ‘অপরাধ’ গণ্য করে আলজেরিয়ায় আইন পাস

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের অপহৃত আরও ১৩০ শিক্ষার্থী মুক্ত