নাইজেরিয়ার নাইজার নদীতে নৌকা উল্টে অর্ধশতাধিক মানুষ মারা গেছে বলে খবর পাওয়া গেছে। গত সোমবার নাইজার প্রদেশ থেকে কোয়ারায় ফিরছেল তারা। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
নাইজেরিয়ার কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, নিহতরা একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিল। তবে কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি।
কোয়ারা প্রদেশের গভর্নর আবদুর রহমান আবদুর রাজাক বলেছেন, ‘অসংখ্য মানুষ মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। আর অনেকেই এখনো নিখোঁজ রয়েছে। উদ্ধারকর্মীরা অভিযান অব্যাহত রেখেছেন। হতাহত সবার পরিবারের প্রতি শোক ও সহানুভূতি জানাচ্ছি।’
দুর্ঘটনাস্থল এমির পাতেগি থেকে জানা গেছে, এ পর্যন্ত ১৫০ জনের মরদেহ পাওয়া গেছে। এদিকে গত মাসে নাইজেরিয়ার সোকোতে প্রদেশে নৌকাডুবিতে ১৪ জন মারা গিয়েছিলেন।