হোম > বিশ্ব > আফ্রিকা

কেনিয়ায় বিয়ের বাস নদীতে, নিহত অন্তত ২৩

পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় বাস দুর্ঘটনায় অন্তত ২৩ জন নিহত হয়েছে। গতকাল শনিবার সকালে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

আল-আজিরার প্রতিবেদনে বলা হয়, কেনিয়ার মধ্যাঞ্চলের কিতুই কাউন্টিতে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় ওই বাস সেতু থেকে বন্যাকবলিত নদীতে পড়ে গেলে প্রাণহানির এই ঘটনা ঘটে। 

কেনিয়ার কিতুই শহরের গভর্নর চ্যারিটি এনগিলু গতকাল শনিবার সাংবাদিকদের বলেন,  এখন পর্যন্ত ২৩ জনের বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসের ভেতরে এখনো আরও মরদেহ রয়েছে।

আজ রোববার সকালে বাকি মৃতদেহগুলো উদ্ধারের চেষ্টা আবারও শুরু হয়েছে। 

এ ছাড়া টুইটারে দেওয়া এক বার্তায় এনগিলু বলেনে, কেনিয়া রেডক্রস এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সম্ভব সব রকমভাবে তল্লাশি চালাচ্ছেন এবং বাসটির যাত্রীদের উদ্ধারের চেষ্টা করছেন।

কিতুই শহরের এই গভর্নর আরও বলেন, এখন পর্যন্ত ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে রয়েছে চার শিশু। তবে দুর্ঘটনার সময় বাসটিতে ঠিক কতজন আরোহী ছিল তা এখনো পরিষ্কার নয়।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনাকবলিত ওই বাসের হতাহত যাত্রীরা কেনিয়ার মিওয়াঙ্গি ক্যাথলিক চার্চের গায়ক দলের সদস্য। গতকাল শনিবার সকালে তাঁরা এক পুরুষ সহকর্মীর বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছিলেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বন্যার কারণে সেতুর ওপর দিয়ে নদীর পানি প্রবাহিত হচ্ছিল । ওই পরিস্থিতিতে দ্রুতগতিতে সেতু পার হওয়ার চেষ্টা করেন বাসচালক। তবে নদীর স্রোত অনেক বেশি থাকার কারণে একপর্যায়ে বাসটি নদীতে পড়ে যায়।

তবে এই দুর্ঘটনা কী কারণে হয়েছে তা জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে কেনিয়া সরকার।

এবার জোহানেসবার্গের পানশালায় বন্দুকধারীদের গুলি, নিহত ৯

সুদানে যোদ্ধা পাঠাচ্ছে আরব আমিরাতের ঠিকাদার, ট্রাম্প নিষেধাজ্ঞা দিলেন কলম্বিয়ানদের

সোনা খুঁজতে গিয়েছিল দুই কিশোর, খনি ধসে চাপা পড়ে হলো মৃত্যু

বেনিনে সামরিক অভ্যুত্থান ঠেকিয়ে দিল সরকার অনুগত সেনারা

দক্ষিণ আফ্রিকায় হোস্টেলে ঢুকে এলোপাতাড়ি গুলি, নিহত অন্তত ১১

মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের নির্দেশ ট্রাম্পের, নেপথ্যে সুদানকেন্দ্রিক আরব বিশ্বের নয়া ভূরাজনীতি

নামিবিয়ার নির্বাচনে আবারও জয়ী ‘অ্যাডলফ হিটলার’

রাশিয়ার হয়ে যুদ্ধে ১৭ যুবককে প্ররোচনার অভিযোগ—জ্যাকব জুমার মেয়ের পদত্যাগ

ভোটে পরাজয় টের পেয়ে গিনি বিসাউয়ের প্রেসিডেন্টই কি ঘটালেন সামরিক অভ্যুত্থান

গিনি বিসাউয়ে সামরিক অভ্যুত্থান, সেনাবাহিনীর ক্ষমতা দখল, প্রেসিডেন্ট বন্দী