দক্ষিণ আফ্রিকায় গত এক সপ্তাহ ধরে টানা বৃষ্টিতে দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি। এরই মধ্যে ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সতর্কতা বিবেচনায় সোমবার (১৩ ফেব্রুয়ারি) জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির সরকার।
দক্ষিণ আফ্রিকার সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ‘সময় যত এগোচ্ছে, বন্যা পরিস্থিতি তত প্রতিকূল হতে শুরু করেছে। একাধিক প্রদেশে বিপর্যয়কর ঘটতে পারে।’
দক্ষিণ আফ্রিকার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র-এনডিএমসি জানিয়েছে, ইস্টার্ন কেপ প্রদেশ ও এমপুমালাঙ্গাসহ বেশ কিছু অঞ্চলে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হয়েছে। এমন পরিস্থিতিতে দেশটির বিপর্যয় মোকাবিলা আইনের ২৩ নম্বর ধারা অনুযায়ী জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
বন্যার পানিতে প্রচুর পরিমাণে কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গবাদিপশু মারা গেছে। রাস্তা, সেতু, হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও সেনাবাহিনীর পাশাপাশি বিভিন্ন বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনগুলোও এগিয়ে এসেছে। এ সপ্তাহের শেষ নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।