হোম > বিশ্ব > আফ্রিকা

সোমালিয়ায় আল–শাবাবের হামলায় ১৮ বেসামরিক নিহত 

সোমালিয়ায় আল–শাবাব গেরিলাদের হামলায় ১৮ বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। এ সময় তাঁরা খাদ্য ভর্তি বেশ কয়েকটি ত্রাণের ট্রাক জ্বালিয়ে দেয়। ঘটনাটি ঘটেছে সোমালিয়ার মধ্যাঞ্চলের আধা–স্বায়ত্তশাসিত রাজ্য হারশাবেল্লের হিরান এলাকায়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

আল–জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে—স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাতে আল–শাবাবের সশস্ত্র সদস্যরা হিরান এলাকায় হামলা চালায়। ট্রাকগুলো খাদ্য ও রসদ নিয়ে বালাদ্বিয়েনে শহর থেকে মাহাস নামক একটি শহরের দিকে যাচ্ছিল। 

ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বৃদ্ধা ফারাহ আদেন বলেছেন, ‘বেশ কয়েকটি ট্রাক খাদ্য সহায়তা নিয়ে মাসাহের দিকে যাচ্ছিল। এমন সময় আল–শাবাবের যোদ্ধারা বহরটিতে হামলা চালায়। তাঁরা ১৮ জন বেসামরিক নাগরিককে হত্যা করে পুড়িয়ে দেয়।’ দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সন্না এক প্রতিবেদনে জানিয়েছে, আল–শাবাবের যোদ্ধারা ট্রাকগুলোতে আগুন লাগিয়ে দেয় এবং বহরে থাকা অধিকাংশ লোককেই হত্যা করে।

 আদেন জানান, স্থানীয় সশস্ত্র বাসিন্দারা গত সপ্তাহে ওই এলাকা থেকে হামলাকারীদের ধাওয়া করেছিল কিন্তু সরকার তাদের ফিরে আসা আটকাতে সেখানে কোনো সেনা পাঠায়নি। তিনি বলেন, ‘আল-শাবাব এসব করেছে যেন, আমরা আত্মসমর্পণ করতে বাধ্য হই। কিন্তু যতক্ষণ আমাদের দেহে প্রাণ থাকবে ততক্ষণ আমরা আল-শাবাবের কাছে আত্মসমর্পণ করব না। সরকারি বাহিনী এখনো ঘটনাস্থলে পৌঁছায়নি।’ 

ইসরায়েল কেন প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিল

সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি—‘রাষ্ট্রীয় আগ্রাসন’ আখ্যা দিয়ে প্রত্যাহারের দাবি সোমালিয়ার

নাইজেরিয়ায় হামলা: ‘বড়দিনের উপহার’ বলে উদ্‌যাপন ট্রাম্প প্রশাসনের, স্থানীয়রা বলছেন—‘কখনো আইএস দেখিনি’

প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ইসরায়েল

ট্রাম্পের নির্দেশে নাইজেরিয়ায় মার্কিন বাহিনীর হামলা

ফরাসি ঔপনিবেশিক শাসনকে ‘অপরাধ’ গণ্য করে আলজেরিয়ায় আইন পাস

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের অপহৃত আরও ১৩০ শিক্ষার্থী মুক্ত

এবার জোহানেসবার্গের পানশালায় বন্দুকধারীদের গুলি, নিহত ৯

সুদানে যোদ্ধা পাঠাচ্ছে আরব আমিরাতের ঠিকাদার, ট্রাম্প নিষেধাজ্ঞা দিলেন কলম্বিয়ানদের

সোনা খুঁজতে গিয়েছিল দুই কিশোর, খনি ধসে চাপা পড়ে হলো মৃত্যু