হোম > বিশ্ব > আফ্রিকা

নাইজারে নাইজেরিয়ার বিমান হামলায় ৭ শিশু নিহত

আফ্রিকার নাইজারে প্রতিবেশী নাইজেরিয়ার বিমান হামলায় ৭ শিশু নিহত হয়েছে। ওই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫ জন। সোমবার নাইজারের মারাদি প্রদেশের নাশাদে গ্রামে এই হতাহতের ঘটনা ঘটেছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। 

মারাদি প্রদেশের গভর্নর ও নাইজারের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ‘দস্যুদের’ লক্ষ্য করে নাইজেরিয়ার সেনাবাহিনীর বিমান হামলায় ওই ৭ শিশু নিহত হয়েছে। 

মারাদির গভর্নর শাইবু আবুবাকার এএফপিকে বলেছেন, ‘অসাবধানতাবশত ওই হামলায় আরও পাঁচজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪ জন তাৎক্ষণিকভাবে নিহত হন ও বাকি ৩ জন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।’ 

গভর্নর আবুবাকার আরও বলেন, ‘নিহত শিশুদের বাবা-মা একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। বিমান হামলার সময় শিশুরা অনুষ্ঠানস্থলের বাইরে খেলছিল।’ 

আবুবাকার জানিয়েছেন, তিনি বিশ্বাস করেন যে, বিমান হামলাটি দুই দেশের সীমান্তবর্তী এলাকার ‘সশস্ত্র দস্যুদের’ লক্ষ্য করে চালানো হয়েছিল। কিন্তু তাঁরা লক্ষ্য মিস করায় মাদারুনফার নাশাদে আঘাত হেনেছে। 

উল্লেখ্য, নাইজার ও নাইজেরিয়া সরকার ওই অঞ্চলে অপহরণ ও হত্যার জন্য দায়ী সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান পরিচালনা করছে। ২০১৮ সাল থেকেই নাইজার দেশটিতে সশস্ত্র গোষ্ঠীগুলোর অনুপ্রবেশ রোধে নাইজেরিয়ার সঙ্গে সীমান্তে সামরিক টহল জোরদার করেছে। 

উল্লেখ্য, এর আগেও মারাদি শহরের একটি স্কুলে অগ্নিকাণ্ডে ৫ / ৬ বছর বয়েসি ২৬ শিশু মারা যাওয়ার মাত্র ৩ মাস পর এই ঘটনা ঘটল। 

নাইজেরিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, তদন্ত শুরু হয়েছে। 

প্রেসিডেন্ট হিসেবে ৪০ বছর পূর্ণ করার পথে মুসেভেনি, কোন পথে উগান্ডা

মিসরে সেনাবাহিনীর কবজায় বিপুল নগদ অর্থ, ঋণ সংকটেও সহায়তায় নারাজ

এবার মার্কিন নাগরিক প্রবেশে নিষেধাজ্ঞা দিল আফ্রিকার কিছু দেশ, কিন্তু কেন

দক্ষিণ আফ্রিকায় ঐতিহ্যবাহী গণখতনা, সংক্রমণ ও পানিশূন্যতায় মৃত্যু ৪১

ইসরায়েল কেন প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিল

সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি—‘রাষ্ট্রীয় আগ্রাসন’ আখ্যা দিয়ে প্রত্যাহারের দাবি সোমালিয়ার

নাইজেরিয়ায় হামলা: ‘বড়দিনের উপহার’ বলে উদ্‌যাপন ট্রাম্প প্রশাসনের, স্থানীয়রা বলছেন—‘কখনো আইএস দেখিনি’

প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ইসরায়েল

ট্রাম্পের নির্দেশে নাইজেরিয়ায় মার্কিন বাহিনীর হামলা

ফরাসি ঔপনিবেশিক শাসনকে ‘অপরাধ’ গণ্য করে আলজেরিয়ায় আইন পাস