হোম > বিশ্ব > আফ্রিকা

দক্ষিণ আফ্রিকায় বহুতল ভবনে আগুন, নিহত ৫২ 

দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় শহর জোহানেসবার্গের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৫২ জন নিহত হয়েছে। উদ্ধারকারীরা আশঙ্কা করছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

স্থানীয় সময় আজ বৃহস্পতিবার জোহানেসবার্গের জরুরি সেবা বিভাগের মুখপাত্র রবার্ট মুলাজি নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, শহরের একটি বহুতল ভবনের অধিকাংশই আগুনে পুড়ে গেছে। তিনি বলেন, প্রাথমিক অবস্থায় ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়। পরে আরও কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। পরে নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়ায়।

পরে মুলাজি নিহতের সংখ্যা বেড়ে ৫২ জনে দাঁড়িয়েছে বলে জানান। এ সময় তিনি জানান, আরও অন্তত ৪৭ জন গুরুতর আহত হয়েছেন।

জোহানেসবার্গ সিটি করপোরেশন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) নিজেদের অ্যাকাউন্ট থেকে শেয়ার করা এক পোস্টে বলেছে, শহরের ডেলভারস অ্যান্ড আলবার্ট স্ট্রিটের সিবিডি কর্নার নামে একটি ভবনে আগুনের সূত্রপাত হয়। শহরের উদ্ধারকারী বাহিনী ও অগ্নিনির্বাপক বাহিনীর সদস্যরা এখনো আগুন নেভানোর কাজ করে যাচ্ছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও থেকে দেখা গেছে, ভবনটির নিচতলা কমলা রঙের শিখায় ভরে গেছে। পাশাপাশি সম্পূর্ণ ভবন ধোঁয়ায় পরিপূর্ণ। ভবনটির চারপাশে বিপুলসংখ্যক লোক ছোটাছুটি করছে।

ইসরায়েল কেন প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিল

সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি—‘রাষ্ট্রীয় আগ্রাসন’ আখ্যা দিয়ে প্রত্যাহারের দাবি সোমালিয়ার

নাইজেরিয়ায় হামলা: ‘বড়দিনের উপহার’ বলে উদ্‌যাপন ট্রাম্প প্রশাসনের, স্থানীয়রা বলছেন—‘কখনো আইএস দেখিনি’

প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ইসরায়েল

ট্রাম্পের নির্দেশে নাইজেরিয়ায় মার্কিন বাহিনীর হামলা

ফরাসি ঔপনিবেশিক শাসনকে ‘অপরাধ’ গণ্য করে আলজেরিয়ায় আইন পাস

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের অপহৃত আরও ১৩০ শিক্ষার্থী মুক্ত

এবার জোহানেসবার্গের পানশালায় বন্দুকধারীদের গুলি, নিহত ৯

সুদানে যোদ্ধা পাঠাচ্ছে আরব আমিরাতের ঠিকাদার, ট্রাম্প নিষেধাজ্ঞা দিলেন কলম্বিয়ানদের

সোনা খুঁজতে গিয়েছিল দুই কিশোর, খনি ধসে চাপা পড়ে হলো মৃত্যু