হোম > বিশ্ব > আফ্রিকা

নাইজেরিয়ায় নৌকা ডুবে ১০ জনের মৃত্যু, নিখোঁজ ৬০ 

নাইজেরিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলীয় অ্যানামব্রা রাজ্যে নৌকাডুবির ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও ৬০ জন। স্থানীয় কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির জোনাল কো-অর্ডিনেটর থিকম্যান তানিমু জানান, ৮৫ জন যাত্রী নিয়ে নৌকাটি বন্যার কারণে ডুবে যায় এবং আটকা পড়ে যাত্রীরা। নিখোঁজদের উদ্ধারে নাইজেরিয়ার সেনাবাহিনীর একটি সামরিক দুর্যোগ প্রতিক্রিয়া ইউনিট অনুসন্ধান অভিযান চালাচ্ছে বলে জানান তানিমু।

রাজ্যের গভর্নর চুকয়ুমা চার্লস সোলুদো এক বিবৃতিতে নৌকা উল্টে যাওয়ার ঘটনায় ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এ ছাড়া শনিবার সন্ধ্যা পর্যন্ত ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার (৭ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুরের মধ্যে এই নৌকাডুবির ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নৌকাটির ইঞ্জিন বিকল হয়ে যায় এবং ঢেউয়ের কবলে পড়ে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়ভাবে তৈরি এই নৌকা শতাধিক লোকের ধারণক্ষম, তবে দুর্ভাগ্যবশত এর ইঞ্জিন বিকল হয়েছিল বলে জানান স্থানীয় সরকারের এক নেতা।

ইসরায়েল কেন প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিল

সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি—‘রাষ্ট্রীয় আগ্রাসন’ আখ্যা দিয়ে প্রত্যাহারের দাবি সোমালিয়ার

নাইজেরিয়ায় হামলা: ‘বড়দিনের উপহার’ বলে উদ্‌যাপন ট্রাম্প প্রশাসনের, স্থানীয়রা বলছেন—‘কখনো আইএস দেখিনি’

প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ইসরায়েল

ট্রাম্পের নির্দেশে নাইজেরিয়ায় মার্কিন বাহিনীর হামলা

ফরাসি ঔপনিবেশিক শাসনকে ‘অপরাধ’ গণ্য করে আলজেরিয়ায় আইন পাস

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের অপহৃত আরও ১৩০ শিক্ষার্থী মুক্ত

এবার জোহানেসবার্গের পানশালায় বন্দুকধারীদের গুলি, নিহত ৯

সুদানে যোদ্ধা পাঠাচ্ছে আরব আমিরাতের ঠিকাদার, ট্রাম্প নিষেধাজ্ঞা দিলেন কলম্বিয়ানদের

সোনা খুঁজতে গিয়েছিল দুই কিশোর, খনি ধসে চাপা পড়ে হলো মৃত্যু