হোম > বিশ্ব > আফ্রিকা

‘রাষ্ট্রদ্রোহিতার’ জন্য নাইজারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাজুমের বিচার করবে জান্তা

নাইজারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহামেদ বাজুমের বিরুদ্ধে ‘উচ্চ রাষ্ট্রদ্রোহিতা’ এবং রাষ্ট্রীয় নিরাপত্তাকে ক্ষুণ্ন করায় বিচারের আওতায় আনবে দেশটির অভ্যুত্থানের নেতারা। জান্তা বলছে, তারা বাজুমের বিচার করবে এবং ক্রমবর্ধমান আঞ্চলিক সংকট সমাধানের জন্য পশ্চিম আফ্রিকার দেশগুলোর সঙ্গে আলোচনা করবে। 

রোববার রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে দেশটির জান্তা সরকারের মুখপাত্র কর্নেল মেজর আমাদু আবদ্রামানে বলেছেন, সামরিক শাসক ‘যোগ্য জাতীয় ও আন্তর্জাতিক’ কর্তৃপক্ষের সামনে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট এবং তাঁর দেশি ও বিদেশি সহযোগীদের বিরুদ্ধে উচ্চ রাষ্ট্রদ্রোহিতার মামলা এবং এর বিচার করার জন্য প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহ করেছে। 

নাইজারের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট বাজুমকে গত ২৬ জুলাই তাঁর গার্ডের সদস্যরা ক্ষমতাচ্যুত করেছিলেন এবং তার পর থেকে রাজধানী নিয়ামেতে রাষ্ট্রপতির প্রাঙ্গণে তাঁর স্ত্রী এবং পুত্রের সঙ্গে গৃহবন্দী আছেন। 

প্রেসিডেন্টের ঘনিষ্ঠ ব্যক্তিরা এবং তাঁর ক্ষমতাসীন দলের লোকেরা বলেছেন, তাঁদের বিদ্যুৎ এবং জলের লাইন কেটে দেওয়া হয়েছে। তাঁদের খাবার ফুরিয়ে গেছে। জান্তা রোববার রাতে এই দাবিগুলোকে প্রত্যাখ্যান করেছে এবং বলেছে পশ্চিম আফ্রিকার রাজনীতিবিদ ও আন্তর্জাতিক অংশীদারদের কাছে জান্তাকে অসম্মান করার জন্য একটি বিভ্রান্তিমূলক প্রচারণা চালানো হচ্ছে। 

বাজুমকে মুক্তি ও পুনর্বহাল করার জন্য জান্তার ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছে। অভ্যুত্থানের পরপরই পশ্চিম আফ্রিকার আঞ্চলিক ব্লক ইকোওয়াস তাঁকে ক্ষমতায় ফিরিয়ে আনার জন্য জান্তা শাসককে সাত দিন সময় দেয় বা সামরিক শক্তির হুমকি দেয়, কিন্তু সেই সময়সীমা পার হয়ে গেছে। 

গত সপ্তাহে ইকোওয়াস একটি ‘স্ট্যান্ডবাই’ বাহিনী মোতায়েনের আদেশ দিয়েছে, তবে এটি কখন বা কোন দেশে প্রবেশ করবে তা এখনও স্পষ্ট নয়।

এবার মার্কিন নাগরিক প্রবেশে নিষেধাজ্ঞা দিল আফ্রিকার কিছু দেশ, কিন্তু কেন

দক্ষিণ আফ্রিকায় ঐতিহ্যবাহী গণখতনা, সংক্রমণ ও পানিশূন্যতায় মৃত্যু ৪১

ইসরায়েল কেন প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিল

সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি—‘রাষ্ট্রীয় আগ্রাসন’ আখ্যা দিয়ে প্রত্যাহারের দাবি সোমালিয়ার

নাইজেরিয়ায় হামলা: ‘বড়দিনের উপহার’ বলে উদ্‌যাপন ট্রাম্প প্রশাসনের, স্থানীয়রা বলছেন—‘কখনো আইএস দেখিনি’

প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ইসরায়েল

ট্রাম্পের নির্দেশে নাইজেরিয়ায় মার্কিন বাহিনীর হামলা

ফরাসি ঔপনিবেশিক শাসনকে ‘অপরাধ’ গণ্য করে আলজেরিয়ায় আইন পাস

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের অপহৃত আরও ১৩০ শিক্ষার্থী মুক্ত

এবার জোহানেসবার্গের পানশালায় বন্দুকধারীদের গুলি, নিহত ৯