হোম > বিশ্ব > আফ্রিকা

লাইবেরিয়ায় জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে অন্তত ৪০ জন নিহত

পশ্চিম আফ্রিকার দেশ লাইবেরিয়ায় জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। গুরুতর দগ্ধ অবস্থায় তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান লাইবেরিয়ার প্রধান চিকিৎসা কর্মকর্তা ফ্রান্সিস কাতেহ।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই দুর্ঘটনার খবরটি বলা হয়েছে। ফ্রান্সিস কাতেহ বলেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সম্প্রচারকারী সুপার বোঞ্জিজ টিভিকে তিনি বলেন, নিহতের সংখ্যা নির্ণয় করা কঠিন কারণ, অনেক ছাই হয়ে গেছে। তবে তিনি অনুমান করেছেন যে, এই ঘটনায় ৪০ জনেরও বেশি লোক নিহত হয়েছে।

বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, যারা নিখোঁজ রয়েছেন তাদের পরিচয় যাচাইয়ের জন্য উদ্ধারকারী দল ঘরে ঘরে যাচ্ছে।

গত মঙ্গলবার গভীর রাতে লাইবেরিয়ার রাজধানী মনরোভিয়া থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে টোটোটাতে জ্বালানি বহনকারী ট্যাংকারটি বিধ্বস্ত হয়ে রাস্তার পাশের খাদে পড়ে। এরপর ঘটনাস্থলে ছুটে আসা অনেক মানুষ এই বিস্ফোরণে হতাহত হন। অ্যারন ম্যাসাকুই নামের এক প্রত্যক্ষদর্শী এএফপিকে বলেন যে, জড়ো হওয়া মানুষেরা সবাই জ্বালানির ট্যাংকারের ওপর উঠেছিল। লোহার মতো কিছু দিয়ে তারা ট্যাংকারে আঘাত করছিল যাতে তারা জ্বালানি সংগ্রহ করতে পারে।

তিনি আরও বলেন, ট্যাংকারের চালকও সবাইকে বলছিল যে, যে জ্বালানি বের হয়ে গেছে তা তারা নিয়ে যেতে পারে। ট্যাংকারের ওপরে উঠতে এবং ট্যাংকারের গায়ে আঘাত করতে চালক নিষেধ করেন। তবে সেখানে জড়ো হওয়া মানুষেরা ট্যাংকার গর্ত করতে স্ক্রু ড্রাইভার ব্যবহার করা শুরু করেছিল।

জাতিসংঘের পরিসংখ্যান অনুসারে, দুর্বল সড়ক নিরাপত্তা এবং দুর্বল অবকাঠামোর কারণে সাব-সাহারান আফ্রিকা দুর্ঘটনার জন্য বিশ্বের সবচেয়ে মারাত্মক অঞ্চলে পরিণত হয়েছে। এ অঞ্চলে দুর্ঘটনায় মৃত্যুর হার ইউরোপের গড় থেকে তিনগুণ বেশি।

মিসরে সেনাবাহিনীর কবজায় বিপুল নগদ অর্থ, ঋণ সংকটেও সহায়তায় নারাজ

এবার মার্কিন নাগরিক প্রবেশে নিষেধাজ্ঞা দিল আফ্রিকার কিছু দেশ, কিন্তু কেন

দক্ষিণ আফ্রিকায় ঐতিহ্যবাহী গণখতনা, সংক্রমণ ও পানিশূন্যতায় মৃত্যু ৪১

ইসরায়েল কেন প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিল

সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি—‘রাষ্ট্রীয় আগ্রাসন’ আখ্যা দিয়ে প্রত্যাহারের দাবি সোমালিয়ার

নাইজেরিয়ায় হামলা: ‘বড়দিনের উপহার’ বলে উদ্‌যাপন ট্রাম্প প্রশাসনের, স্থানীয়রা বলছেন—‘কখনো আইএস দেখিনি’

প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ইসরায়েল

ট্রাম্পের নির্দেশে নাইজেরিয়ায় মার্কিন বাহিনীর হামলা

ফরাসি ঔপনিবেশিক শাসনকে ‘অপরাধ’ গণ্য করে আলজেরিয়ায় আইন পাস

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের অপহৃত আরও ১৩০ শিক্ষার্থী মুক্ত