হোম > বিশ্ব > আফ্রিকা

দক্ষিণ আফ্রিকায় চলমান সহিংসতায় নিহত বেড়ে ৩৩৭

দক্ষিণ আফ্রিকায় চলমান সহিংসতার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৩৭ জনে দাঁড়িয়েছে। দেশটির সরকার বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। এর আগের দিন জানানো হয়েছিল মৃতের সংখ্যা ২৭৬। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

দেশটির প্রেসিডেন্ট অফিস থেকে খুমবুজো নামে একজন মন্ত্রী জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকার পুলিশ মৃতের সংখ্যা সংশোধন করেছে। সহিংসতায় গুয়েটাং প্রদেশে মারা গেছে ৭৯ জন এবং কোয়াজুলু নাটাল প্রদেশে মারা গেছে ২৫৮ জন।

দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে দুই সপ্তাহ আগে কোয়াজুলু-নাটাল প্রদেশে তাঁর নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়। তাঁকে গ্রেপ্তারের পরই দেশটিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সেই বিক্ষোভ রূপ নেয় সহিংসতায়।

কোয়াজুলু-নাটাল প্রদেশের একজন মেয়র জানান, দাঙ্গা ও সহিংসতা শুরুর পর থেকে কোয়াজুলু-নাটালে কমপক্ষে ৮০০টি দোকানে লুটপাট চালানো হয়েছে। লুটপাট হওয়া পণ্যের মূল্য প্রায় ১০০ কোটি ডলার।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সরকার সহিংসতা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে। তবে ১৬১টি শপিং মল, ১১টি গুদাম ও ৮টি কারখানা এ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে।

এবার মার্কিন নাগরিক প্রবেশে নিষেধাজ্ঞা দিল আফ্রিকার কিছু দেশ, কিন্তু কেন

দক্ষিণ আফ্রিকায় ঐতিহ্যবাহী গণখতনা, সংক্রমণ ও পানিশূন্যতায় মৃত্যু ৪১

ইসরায়েল কেন প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিল

সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি—‘রাষ্ট্রীয় আগ্রাসন’ আখ্যা দিয়ে প্রত্যাহারের দাবি সোমালিয়ার

নাইজেরিয়ায় হামলা: ‘বড়দিনের উপহার’ বলে উদ্‌যাপন ট্রাম্প প্রশাসনের, স্থানীয়রা বলছেন—‘কখনো আইএস দেখিনি’

প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ইসরায়েল

ট্রাম্পের নির্দেশে নাইজেরিয়ায় মার্কিন বাহিনীর হামলা

ফরাসি ঔপনিবেশিক শাসনকে ‘অপরাধ’ গণ্য করে আলজেরিয়ায় আইন পাস

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের অপহৃত আরও ১৩০ শিক্ষার্থী মুক্ত

এবার জোহানেসবার্গের পানশালায় বন্দুকধারীদের গুলি, নিহত ৯