হোম > বিশ্ব > আফ্রিকা

কেনিয়ায় ৪৬ আরোহী নিয়ে মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ 

আফ্রিকার দেশ কেনিয়ায় একটি যাত্রীবাহী বিমান ও একটি প্রশিক্ষণ বিমানের মধ্যে সংঘর্ষ ঘটেছে। এতে প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়েছে এবং বিমানটিতে থাকা দুজন নিহত হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় গতকাল মঙ্গলবার কেনিয়ার রাজধানী নাইরোবির কাছাকাছি মাঝ আকাশে দুটি বিমানের সংঘর্ষ ঘটে। যাত্রীবাহী বিমানটিতে ৪৪ জন আরোহী ছিলেন। আর প্রশিক্ষণ বিমানটিতে ছিলেন দুজন। তাঁরা নিহত হয়েছেন। নিহতদের একজন প্রশিক্ষক, অপরজন প্রশিক্ষণার্থী।

কেনিয়ার সিভিল অ্যাভিয়েশন অথোরিটি জানিয়েছে, মঙ্গলবার সকালে স্থানীয় বেসরকারি বিমান পরিবহন সংস্থা সাফারি লিংকের একটি বিমান ও ৯৯ ফ্লাইং ট্রেইনিং স্কুলের একটি প্রশিক্ষণ বিমানের মধ্যে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। নাইরোবি পুলিশের সদস্য অ্যাডামসন বুঙ্গেই বার্তা সংস্থা এএফপিকে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তবে তিনি দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি।

সাফারি লিংক এক বিবৃতিতে জানিয়েছে, তাদের ওই বিমানে ৪৪ জন আরোহী ছিল। এটি কেনিয়ার উপকূলবর্তী শহর দিয়ানির উদ্দেশে যাত্রা করেছিল। উড্ডয়নের পর বিমানটি দুর্ঘটনার সম্মুখীন হয়। তবে বিমানটি খুব একটা ক্ষতিগ্রস্ত হয়নি। দুর্ঘটনার পর বিমানটি নাইরোবির উইলসন বিমানবন্দরে ফেরত যায়।

সাফারি লিংক আরও জানিয়েছে, দুর্ঘটনায় বিমানের যাত্রী ও ক্রু সদস্যদের কোনো ক্ষতি হয়নি। বিমানটিতে থাকা ৩৩ যাত্রী ও পাঁচজন ক্রুর সবাই নিরাপদে আছেন। সংশ্লিষ্ট সংস্থাগুলোকে এ দুর্ঘটনা সম্পর্কে অবহিত করা হয়েছে এবং সাফারি লিংক অ্যাভিয়েশন তদন্ত কার্যক্রমে অংশ নেবে। 

অন্যদিকে ৯৯ ফ্লাইং স্কুলও দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। তবে তারা এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।

এবার জোহানেসবার্গের পানশালায় বন্দুকধারীদের গুলি, নিহত ৯

সুদানে যোদ্ধা পাঠাচ্ছে আরব আমিরাতের ঠিকাদার, ট্রাম্প নিষেধাজ্ঞা দিলেন কলম্বিয়ানদের

সোনা খুঁজতে গিয়েছিল দুই কিশোর, খনি ধসে চাপা পড়ে হলো মৃত্যু

বেনিনে সামরিক অভ্যুত্থান ঠেকিয়ে দিল সরকার অনুগত সেনারা

দক্ষিণ আফ্রিকায় হোস্টেলে ঢুকে এলোপাতাড়ি গুলি, নিহত অন্তত ১১

মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের নির্দেশ ট্রাম্পের, নেপথ্যে সুদানকেন্দ্রিক আরব বিশ্বের নয়া ভূরাজনীতি

নামিবিয়ার নির্বাচনে আবারও জয়ী ‘অ্যাডলফ হিটলার’

রাশিয়ার হয়ে যুদ্ধে ১৭ যুবককে প্ররোচনার অভিযোগ—জ্যাকব জুমার মেয়ের পদত্যাগ

ভোটে পরাজয় টের পেয়ে গিনি বিসাউয়ের প্রেসিডেন্টই কি ঘটালেন সামরিক অভ্যুত্থান

গিনি বিসাউয়ে সামরিক অভ্যুত্থান, সেনাবাহিনীর ক্ষমতা দখল, প্রেসিডেন্ট বন্দী