হোম > বিশ্ব > আফ্রিকা

গ্রামপ্রধানের শেষকৃত্যে যাওয়ার পথে ৫৮ জনের সলিল সমাধি

মধ্য আফ্রিকা গণপ্রজাতন্ত্রের রাজধানী বাংগুইয়ে এক গ্রাম প্রধানের শেষকৃত্যের অনুষ্ঠানে যাওয়ার সময় নদীতে নৌকা ডুবে অন্তত ৫৮ জনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দেশটির বেসামরিক সুরক্ষা বিভাগের প্রধান এ কথা জানান।

থমাস ডিজিম্যাস রেডিও গুইরাকে বলেন, ‘আমরা ৫৮টি নিথর দেহ উদ্ধার করতে পেরেছি। পানির নিচে এখনো কয়জন আছে তা আমরা জানি না।’ 

প্রত্যক্ষদর্শী ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও অনুসারে, গত শুক্রবার এমপোকো নদীতে ডুবে যাওয়ার সময় ওই নৌকায় তিন শতাধিক যাত্রী ছিলেন। তাদের অনেকে দাঁড়িয়ে ছিলেন এবং অনেকে কাঠের কাঠামোতে বসেছিলেন।

নৌকাটি এক গ্রাম প্রধানের শেষকৃত্যের উদ্দেশে রওনা হয়েছিল। ছেড়ে যাওয়ার একটু পরই নৌকাটি দুর্ঘটনার কবলে পড়ে। নৌকা ডোবার ৪০ মিনিট পর উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। 

ক্যানো বা দাঁড়টানা নৌকা করে দুর্ঘটনা কবলিত নৌকাটিকে অনুসরণ করছিলেন মরিস কাপেনিয়া। স্থানীয় জেলে ও গ্রামবাসীর সাহায্যে নিজের বোনসহ বেশ কয়েকটি মৃতদেহ উদ্ধার করেন তিনি।

আহত কয়েকজনকে মোটরবাইক ট্যাক্সি করে উদ্ধার করা হয়। চালক ফ্রান্সিস মাকা বার্তা সংস্থা এএফপিকে বলেন, তিনি ১০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করে বিনামূল্যে হাসপাতালে পৌঁছে দিয়েছেন।

তবে গতকাল শনিবার আর ঘটনাস্থলে বেসামরিক সুরক্ষা বিভাগের কাউকে দেখা যায়নি বলে জানিয়েছে এএফপি। ক্যানোর সাহায্যে নদীতে নিখোঁজ স্বজনদের লাশ খুঁজে বেড়াচ্ছেন পরিবারের সদস্যরা।

সোনা খুঁজতে গিয়েছিল দুই কিশোর, খনি ধসে চাপা পড়ে হলো মৃত্যু

বেনিনে সামরিক অভ্যুত্থান ঠেকিয়ে দিল সরকার অনুগত সেনারা

দক্ষিণ আফ্রিকায় হোস্টেলে ঢুকে এলোপাতাড়ি গুলি, নিহত অন্তত ১১

মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের নির্দেশ ট্রাম্পের, নেপথ্যে সুদানকেন্দ্রিক আরব বিশ্বের নয়া ভূরাজনীতি

নামিবিয়ার নির্বাচনে আবারও জয়ী ‘অ্যাডলফ হিটলার’

রাশিয়ার হয়ে যুদ্ধে ১৭ যুবককে প্ররোচনার অভিযোগ—জ্যাকব জুমার মেয়ের পদত্যাগ

ভোটে পরাজয় টের পেয়ে গিনি বিসাউয়ের প্রেসিডেন্টই কি ঘটালেন সামরিক অভ্যুত্থান

গিনি বিসাউয়ে সামরিক অভ্যুত্থান, সেনাবাহিনীর ক্ষমতা দখল, প্রেসিডেন্ট বন্দী

এল-ফাশেরে ৩ দিনে ২৭ হাজার মানুষকে হত্যা করেছে আরএসএফ: দারফুরের গভর্নর

১০ হাজার বছর পর জেগেছে ইথিওপিয়ার আগ্নেয়গিরি, ভারতের দিকে ধেয়ে আসছে ছাই