হোম > বিশ্ব > আফ্রিকা

কর্কশ ডাকের জন্য মোরগকে জবাইয়ের নির্দেশ দিল আদালত

নাইজেরিয়ার একটি আদালত এক মোরগকে আগামীকাল শুক্রবারের মধ্য জবাই করার নির্দেশ দিয়েছে। মোরগটির কর্কশ ডাকাডাকিতে প্রতিবেশীরা শব্দ দূষণের অভিযোগ আনলে গতকাল বুধবার আদালত এ রায় দেয় বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যমগুলো। 

নাইজেরিয়ার উত্তরাঞ্চলের শহর কানোর একটি আদালত এই রায় দিয়েছে। রায়ে বলা হয়েছে, মোরগটির ডাকাডাকিতে প্রতিবেশীরা বিরক্ত হয়ে পড়েছেন। দুই প্রতিবেশীর ঘুমও হারাম করেছে ওই মোরগ। নাইজেরিয়ার অনলাইনভিত্তিক সংবাদমাধ্যম প্রিমিয়াম টাইমসের একটি প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়েছে। 

ইউসুফ মাহমুদ নামের এক প্রতিবেশী আদালতকে বলেন, মোরগটির কর্কশ ডাক তাঁর শান্তির ঘুমে বাধা হয়ে দাঁড়িয়েছে। মোরগটির মালিক ইয়াসুকু সুয়াইবু আদালতকে জানান, তিনি মোরগটি খ্রিষ্টীয় পর্ব দিবসের অনুষ্ঠানে জবাইয়ের জন্য ক্রয় করেছেন। তিনি মোরগটি জবাইয়ের জন্য আদালতের কাছে শুক্রবার পর্যন্ত সময়ও চান। 

আদালতের বিচারক ম্যাজিস্ট্রেট হালিমা ওয়ালি ইয়াসুকু সুয়াইবুর অনুরোধ রেখে এবং মোরগটি যাতে আশপাশের এলাকায় বিচরণ ও প্রতিবেশীদের বিরক্ত করতে না পারে সেদিকে লক্ষ্য রাখার নির্দেশ দিয়েছেন। নাইজেরিয়ার সংবাদমাধ্যম ডেইলি ট্রাস্ট নিউজে বিষয়টি প্রকাশ করা হয়েছে। 

আদালত মোরগের মালিককে শপথ অনুযায়ী শুক্রবারেই মোরগটি জবাইয়ের নির্দেশ দিয়েছেন অন্যথায় কড়া সাজা দেওয়া হবে বলে জানিয়েছে।

দক্ষিণ আফ্রিকায় ঐতিহ্যবাহী গণখতনা, সংক্রমণ ও পানিশূন্যতায় মৃত্যু ৪১

ইসরায়েল কেন প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিল

সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি—‘রাষ্ট্রীয় আগ্রাসন’ আখ্যা দিয়ে প্রত্যাহারের দাবি সোমালিয়ার

নাইজেরিয়ায় হামলা: ‘বড়দিনের উপহার’ বলে উদ্‌যাপন ট্রাম্প প্রশাসনের, স্থানীয়রা বলছেন—‘কখনো আইএস দেখিনি’

প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ইসরায়েল

ট্রাম্পের নির্দেশে নাইজেরিয়ায় মার্কিন বাহিনীর হামলা

ফরাসি ঔপনিবেশিক শাসনকে ‘অপরাধ’ গণ্য করে আলজেরিয়ায় আইন পাস

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের অপহৃত আরও ১৩০ শিক্ষার্থী মুক্ত

এবার জোহানেসবার্গের পানশালায় বন্দুকধারীদের গুলি, নিহত ৯

সুদানে যোদ্ধা পাঠাচ্ছে আরব আমিরাতের ঠিকাদার, ট্রাম্প নিষেধাজ্ঞা দিলেন কলম্বিয়ানদের