হোম > বিশ্ব > আফ্রিকা

মিসরে গির্জায় অগ্নিকাণ্ড, নিহত ৪১

মিসরের গিজা শহরের একটি গির্জায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৪১ জন নিহত হয়েছেন। অগ্নিকাণ্ডে আহত হয়েছেন ৫৫ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। 

মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরা জানায়, রোববার ইমবাবা গ্রামের আবু সিফিন কপটিক গির্জায় অগ্নিকাণ্ডে এই হতাহতের ঘটনা ঘটে। 

দুজন নিরাপত্তাকর্মী বার্তা সংস্থা রয়টার্সকে জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। গির্জায় ৫ হাজারের বেশি মানুষ উপাসনায় ছিলেন। আগুন ছড়িয়ে পড়লে তাঁরা ছত্রভঙ্গ হয়ে যান। অনেকে পদদলিত হন। 

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, আগুন বর্তমানে নিয়ন্ত্রণে এসেছে। অগ্নিনির্বাপণে কাজ করেছে দমকলবাহিনীর ১৫টি দল। আহতদের নিকটবর্তী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রেসিডেন্ট কার্যালয় থেকে বলা হয়েছে, কপটিক গির্জার পোপ দ্বিতীয় তাওয়াদ্রোসের সঙ্গে ফোনে কথা বলে সমবেদনা জানিয়েছেন প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। 

এক ফেসবুক পোস্টে প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি লিখেছেন, ‘সবকিছু ভালোভাবে ব্যবস্থা করার জন্য আমি সকল রাষ্ট্রীয় পরিষেবাগুলোকে একত্রিত করেছি।’ 

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে মিসরে বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ২০২১ সালের মার্চে এক টেক্সটাইল ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডে ২০ জন মানুষের প্রাণহানি হয়। এর আগে ২০২০ সালে দুটি হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৪ জন করোনা আক্রান্ত রোগীর প্রাণহানি হয়।

সোনা খুঁজতে গিয়েছিল দুই কিশোর, খনি ধসে চাপা পড়ে হলো মৃত্যু

বেনিনে সামরিক অভ্যুত্থান ঠেকিয়ে দিল সরকার অনুগত সেনারা

দক্ষিণ আফ্রিকায় হোস্টেলে ঢুকে এলোপাতাড়ি গুলি, নিহত অন্তত ১১

মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের নির্দেশ ট্রাম্পের, নেপথ্যে সুদানকেন্দ্রিক আরব বিশ্বের নয়া ভূরাজনীতি

নামিবিয়ার নির্বাচনে আবারও জয়ী ‘অ্যাডলফ হিটলার’

রাশিয়ার হয়ে যুদ্ধে ১৭ যুবককে প্ররোচনার অভিযোগ—জ্যাকব জুমার মেয়ের পদত্যাগ

ভোটে পরাজয় টের পেয়ে গিনি বিসাউয়ের প্রেসিডেন্টই কি ঘটালেন সামরিক অভ্যুত্থান

গিনি বিসাউয়ে সামরিক অভ্যুত্থান, সেনাবাহিনীর ক্ষমতা দখল, প্রেসিডেন্ট বন্দী

এল-ফাশেরে ৩ দিনে ২৭ হাজার মানুষকে হত্যা করেছে আরএসএফ: দারফুরের গভর্নর

১০ হাজার বছর পর জেগেছে ইথিওপিয়ার আগ্নেয়গিরি, ভারতের দিকে ধেয়ে আসছে ছাই