হোম > বিশ্ব > আফ্রিকা

ঈদ উপলক্ষে ২৯ বন্দীকে ক্ষমা করলেন মরক্কোর বাদশাহ

ঈদুল ফিতর উপলক্ষে ২৯ জেলবন্দীকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন মরক্কোর বাদশা ষষ্ঠ মুহাম্মদ। এই বন্দীরা সন্ত্রাসবাদ কিংবা উগ্রবাদের দায়ে দোষী সাব্যস্ত হয়ে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করছিলেন। মরক্কোর বিচার মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে আজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরব নিউজ।

গতকাল রোববার প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, জাতি ও রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ, আদর্শ সংশোধন এবং চরমপন্থা ও সন্ত্রাসবাদ থেকে সরে আসার প্রতিশ্রুতি প্রদান সাপেক্ষে এই বন্দীদের ক্ষমা করা হয়েছে। ক্ষমা পাওয়া বন্দীদের মধ্যে ২৩ জনকে মুক্তি দেওয়া হয়েছে এবং বাকিদের সাজা কমানো হয়েছে।

তবে কত দিন সাজা কমানো হয়েছে সে ব্যাপারে কিছু বলা হয়নি মরক্কোর সরকারি বিবৃতিতে।মরক্কোর বিভিন্ন কারাগারে উগ্রপন্থার দায়ে ৯৫৮ জন বন্দী

সাজা ভোগ করছেন। এদের মধ্যে ২৯ জনকে ক্ষমা করা হলো। উত্তর আফ্রিকার দেশ মরক্কো ২০১৭ সাল থেকে ‘মৌসালাহা’ নামে একটি কর্মসূচি চালু করে। এই কর্মসূচির আওতায় সন্ত্রাসবাদে দোষী সাব্যস্ত বন্দীদের সাজা কমানো অথবা মুক্তিদানের সুযোগ পান দেশটির বাদশাহ। 

সরকারি পরিসংখ্যান অনুযায়ী ২০২২ সালে মরক্কোর নিরাপত্তা বাহিনী ২ হাজারেরও বেশি চরমপন্থী সেল ভেঙে দিয়েছে এবং সাড়ে তিন হাজারেরও বেশি সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। ২০০৩ সালে দেশটির অর্থনৈতিক রাজধানী কাসাব্লাংকায় পাঁচটি আত্মঘাতী হামলার ঘটনা ঘটে এবং এতে ৩৩ জন নিহত হয়েছিলেন। এরপর থেকে সরকার সন্ত্রাসবাদ প্রতিরোধে কঠোর হয়। তারপরও ২০১৮ সালে হাই এটলাস পর্বতে হাইকিং ট্রিপের সময় দায়েশ গোষ্ঠীর সন্ত্রাসীরা দুই স্ক্যান্ডিনেভিয়ান পর্যটনকে হত্যা করেছিল। 

সোনা খুঁজতে গিয়েছিল দুই কিশোর, খনি ধসে চাপা পড়ে হলো মৃত্যু

বেনিনে সামরিক অভ্যুত্থান ঠেকিয়ে দিল সরকার অনুগত সেনারা

দক্ষিণ আফ্রিকায় হোস্টেলে ঢুকে এলোপাতাড়ি গুলি, নিহত অন্তত ১১

মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের নির্দেশ ট্রাম্পের, নেপথ্যে সুদানকেন্দ্রিক আরব বিশ্বের নয়া ভূরাজনীতি

নামিবিয়ার নির্বাচনে আবারও জয়ী ‘অ্যাডলফ হিটলার’

রাশিয়ার হয়ে যুদ্ধে ১৭ যুবককে প্ররোচনার অভিযোগ—জ্যাকব জুমার মেয়ের পদত্যাগ

ভোটে পরাজয় টের পেয়ে গিনি বিসাউয়ের প্রেসিডেন্টই কি ঘটালেন সামরিক অভ্যুত্থান

গিনি বিসাউয়ে সামরিক অভ্যুত্থান, সেনাবাহিনীর ক্ষমতা দখল, প্রেসিডেন্ট বন্দী

এল-ফাশেরে ৩ দিনে ২৭ হাজার মানুষকে হত্যা করেছে আরএসএফ: দারফুরের গভর্নর

১০ হাজার বছর পর জেগেছে ইথিওপিয়ার আগ্নেয়গিরি, ভারতের দিকে ধেয়ে আসছে ছাই