হোম > বিশ্ব > আফ্রিকা

ঘানায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী হলেন বাংলাদেশের জিয়া চৌধুরী

আজকের পত্রিকা ডেস্ক­

ঘানায় জাতিসংঘের সহকর্মীদের সঙ্গে জিয়া চৌধুরী (মাঝে)। ছবি: এক্স

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশের জিয়া চৌধুরীকে ঘানায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী (Resident Coordinator) হিসেবে নিয়োগ দিয়েছেন। ঘানা সরকারের সম্মতির পর এই নিয়োগ কার্যকর হয়েছে ২১ জুন থেকে। জাতিসংঘের এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জিয়া চৌধুরী উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে ২৫ বছরেরও বেশি অভিজ্ঞতা নিয়ে এই পদে যোগ দিচ্ছেন। এর আগে তিনি ২০২০ সালের জানুয়ারি থেকে বতসোয়ানায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জিয়া চৌধুরী তাঁর উন্নয়ন কর্মজীবন শুরু করেন বঙ্গোপসাগরের একটি দূরবর্তী, দুর্যোগপ্রবণ দ্বীপে জাতীয় পর্যায়ের ফিল্ড অফিসার হিসেবে। এরপর তিনি আফ্রিকা, এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে সমন্বয় ও নেতৃত্বের দায়িত্ব পালন করেছেন। তিনি বিভিন্ন বেসরকারি সংস্থায় গুরুত্বপূর্ণ পদে ছিলেন, মানবিক সহায়তার মান বজায় রাখা এবং নীতিমালা তৈরির কাজে যুক্ত ছিলেন।

এ ছাড়া, জিয়া চৌধুরী ন্যায়ভিত্তিক খাদ্য ব্যবসার ওপর ভিত্তি করে একটি সামাজিক উদ্যোগ (Social Enterprise) প্রতিষ্ঠা করেন। তিনি বিভিন্ন বেসরকারি সংস্থার পরিচালনা পর্ষদেও দায়িত্ব পালন করেছেন।

কর্মজীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বের মধ্যে তিনি সুদান এবং বাংলাদেশে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা কেয়ারের কান্ট্রি ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। বাংলাদেশে দায়িত্ব পালনের সময় তিনি ১ হাজার ২০০ জনেরও বেশি কর্মীর একটি দলকে নেতৃত্ব দিয়েছেন। ওই সময় তিনি উন্নয়ন ও মানবিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবিলায় অন্যতম বৃহৎ মানবিক সহায়তা কার্যক্রম বাস্তবায়নে নেতৃত্ব দেন।

জিয়া চৌধুরী লন্ডনের সোয়াস (SOAS), ইউনিভার্সিটি অব লন্ডন থেকে ভূগোল বিষয়ে স্নাতক এবং ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার থেকে উন্নয়ন প্রকল্প ব্যবস্থাপনা ও বাস্তবায়ন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তিনি বিবাহিত এবং তিন সন্তানের জনক।

আরও খবর পড়ুন:

মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের নির্দেশ ট্রাম্পের, নেপথ্যে সুদানকেন্দ্রিক আরব বিশ্বের নয়া ভূরাজনীতি

নামিবিয়ার নির্বাচনে আবারও জয়ী ‘অ্যাডলফ হিটলার’

রাশিয়ার হয়ে যুদ্ধে ১৭ যুবককে প্ররোচনার অভিযোগ—জ্যাকব জুমার মেয়ের পদত্যাগ

ভোটে পরাজয় টের পেয়ে গিনি বিসাউয়ের প্রেসিডেন্টই কি ঘটালেন সামরিক অভ্যুত্থান

গিনি বিসাউয়ে সামরিক অভ্যুত্থান, সেনাবাহিনীর ক্ষমতা দখল, প্রেসিডেন্ট বন্দী

এল-ফাশেরে ৩ দিনে ২৭ হাজার মানুষকে হত্যা করেছে আরএসএফ: দারফুরের গভর্নর

১০ হাজার বছর পর জেগেছে ইথিওপিয়ার আগ্নেয়গিরি, ভারতের দিকে ধেয়ে আসছে ছাই

সিয়েরা লিওনে কালো জাদুর নামে নরবলি, নেপথ্যে ক্ষমতার নেশা

দারফুরের করদোফানে আরএসএফকে ঠেলে এগিয়ে যাচ্ছে সুদানি সেনাবাহিনী

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের ৩ শতাধিক শিক্ষার্থীকে অপহরণ