হোম > বিশ্ব > আফ্রিকা

ঘানায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী হলেন বাংলাদেশের জিয়া চৌধুরী

আজকের পত্রিকা ডেস্ক­

ঘানায় জাতিসংঘের সহকর্মীদের সঙ্গে জিয়া চৌধুরী (মাঝে)। ছবি: এক্স

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশের জিয়া চৌধুরীকে ঘানায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী (Resident Coordinator) হিসেবে নিয়োগ দিয়েছেন। ঘানা সরকারের সম্মতির পর এই নিয়োগ কার্যকর হয়েছে ২১ জুন থেকে। জাতিসংঘের এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জিয়া চৌধুরী উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে ২৫ বছরেরও বেশি অভিজ্ঞতা নিয়ে এই পদে যোগ দিচ্ছেন। এর আগে তিনি ২০২০ সালের জানুয়ারি থেকে বতসোয়ানায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জিয়া চৌধুরী তাঁর উন্নয়ন কর্মজীবন শুরু করেন বঙ্গোপসাগরের একটি দূরবর্তী, দুর্যোগপ্রবণ দ্বীপে জাতীয় পর্যায়ের ফিল্ড অফিসার হিসেবে। এরপর তিনি আফ্রিকা, এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে সমন্বয় ও নেতৃত্বের দায়িত্ব পালন করেছেন। তিনি বিভিন্ন বেসরকারি সংস্থায় গুরুত্বপূর্ণ পদে ছিলেন, মানবিক সহায়তার মান বজায় রাখা এবং নীতিমালা তৈরির কাজে যুক্ত ছিলেন।

এ ছাড়া, জিয়া চৌধুরী ন্যায়ভিত্তিক খাদ্য ব্যবসার ওপর ভিত্তি করে একটি সামাজিক উদ্যোগ (Social Enterprise) প্রতিষ্ঠা করেন। তিনি বিভিন্ন বেসরকারি সংস্থার পরিচালনা পর্ষদেও দায়িত্ব পালন করেছেন।

কর্মজীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বের মধ্যে তিনি সুদান এবং বাংলাদেশে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা কেয়ারের কান্ট্রি ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। বাংলাদেশে দায়িত্ব পালনের সময় তিনি ১ হাজার ২০০ জনেরও বেশি কর্মীর একটি দলকে নেতৃত্ব দিয়েছেন। ওই সময় তিনি উন্নয়ন ও মানবিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবিলায় অন্যতম বৃহৎ মানবিক সহায়তা কার্যক্রম বাস্তবায়নে নেতৃত্ব দেন।

জিয়া চৌধুরী লন্ডনের সোয়াস (SOAS), ইউনিভার্সিটি অব লন্ডন থেকে ভূগোল বিষয়ে স্নাতক এবং ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার থেকে উন্নয়ন প্রকল্প ব্যবস্থাপনা ও বাস্তবায়ন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তিনি বিবাহিত এবং তিন সন্তানের জনক।

আরও খবর পড়ুন:

ইসরায়েল কেন প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিল

সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি—‘রাষ্ট্রীয় আগ্রাসন’ আখ্যা দিয়ে প্রত্যাহারের দাবি সোমালিয়ার

নাইজেরিয়ায় হামলা: ‘বড়দিনের উপহার’ বলে উদ্‌যাপন ট্রাম্প প্রশাসনের, স্থানীয়রা বলছেন—‘কখনো আইএস দেখিনি’

প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ইসরায়েল

ট্রাম্পের নির্দেশে নাইজেরিয়ায় মার্কিন বাহিনীর হামলা

ফরাসি ঔপনিবেশিক শাসনকে ‘অপরাধ’ গণ্য করে আলজেরিয়ায় আইন পাস

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের অপহৃত আরও ১৩০ শিক্ষার্থী মুক্ত

এবার জোহানেসবার্গের পানশালায় বন্দুকধারীদের গুলি, নিহত ৯

সুদানে যোদ্ধা পাঠাচ্ছে আরব আমিরাতের ঠিকাদার, ট্রাম্প নিষেধাজ্ঞা দিলেন কলম্বিয়ানদের

সোনা খুঁজতে গিয়েছিল দুই কিশোর, খনি ধসে চাপা পড়ে হলো মৃত্যু