হোম > বিশ্ব > আফ্রিকা

মালিতে সশস্ত্র হামলায় ১৫ সেনাসহ নিহত ১১৪ 

আফ্রিকার দেশ মালিতে একটি নৌকা ও সেনাঘাঁটিতে পৃথক দুই হামলায় ১৫ জন সেনা ও ৪৯ জন বেসামরিক নাগরিকসহ ১১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অন্তত ৫০ জন আক্রমণকারীও রয়েছেন। মালির সশস্ত্র বাহিনীর বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মালির সশস্ত্র বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা এক বিবৃতিতে বলেছে, ‘২০২৩ সালের ৭ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে একদল সশস্ত্র আক্রমণকারী রারহাউস এলাকারা আবাকোরিয়া ও ঝরগোইয়ের মধ্যবর্তী অঞ্চলে কোমানাভ নামে একটি ফেরিসহ বিভিন্ন স্থানে বেশ কয়েকটি হামলা চালায়।’ রারহাউস এলাকাটি মালির কেন্দ্রীয় অঞ্চলে অবস্থিত।

পৃথক এক বিবৃতিতে কোমানাভ ফেরির মালিকপক্ষ জানিয়েছে, ফেরিটিতে যখন হামলা হয়, তখন সেটি নাইজারের নদী ধরে বয়ে যাচ্ছিল। তারা আরও জানিয়েছে, ফেরিটি লক্ষ্য করে তিনটিরও বেশি রকেট আক্রমণ চালানো হয়েছে, যার অধিকাংশই ছিল ফেরির ইঞ্জিন লক্ষ্য করে। হামলায় ক্ষতিগ্রস্ত হয়ে ফেরিটি মাঝ নদীতে আটকে পড়লে সেনাসদস্যরা আটকে পড়াদের উদ্ধার করেন। 

এদিকে মালির গাও অঞ্চলের বাউরেম সার্কেলের এক সেনাঘাঁটিতে পৃথক একটি হামলায় ১৫ জন সেনার মৃত্যু হয়। এ সময় ৫০ জন আক্রমণকারীও নিহত হয়েছেন বলে জানিয়েছে মালির সেনাবাহিনী। সেনা কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়াতে পারে। এ ঘটনায় মালির অন্তর্বর্তী সামরিক সরকার দেশে এক দিনের জাতীয় শোক ঘোষণা করেছে।

আলকায়েদাসংশ্লিষ্ট একটি গোষ্ঠী উভয় হামলার দায় স্বীকার করেছে। বিগত দশক ধরেই সাহেল অঞ্চলের মালির অংশে আলকায়েদা, ইসলামিক স্টেটসহ বিভিন্ন গোষ্ঠীর কারণে সহিংস কর্মকাণ্ড ব্যাপকভাবে বেড়ে গেছে।

মিসরে সেনাবাহিনীর কবজায় বিপুল নগদ অর্থ, ঋণ সংকটেও সহায়তায় নারাজ

এবার মার্কিন নাগরিক প্রবেশে নিষেধাজ্ঞা দিল আফ্রিকার কিছু দেশ, কিন্তু কেন

দক্ষিণ আফ্রিকায় ঐতিহ্যবাহী গণখতনা, সংক্রমণ ও পানিশূন্যতায় মৃত্যু ৪১

ইসরায়েল কেন প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিল

সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি—‘রাষ্ট্রীয় আগ্রাসন’ আখ্যা দিয়ে প্রত্যাহারের দাবি সোমালিয়ার

নাইজেরিয়ায় হামলা: ‘বড়দিনের উপহার’ বলে উদ্‌যাপন ট্রাম্প প্রশাসনের, স্থানীয়রা বলছেন—‘কখনো আইএস দেখিনি’

প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ইসরায়েল

ট্রাম্পের নির্দেশে নাইজেরিয়ায় মার্কিন বাহিনীর হামলা

ফরাসি ঔপনিবেশিক শাসনকে ‘অপরাধ’ গণ্য করে আলজেরিয়ায় আইন পাস

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের অপহৃত আরও ১৩০ শিক্ষার্থী মুক্ত