হোম > বিশ্ব > আফ্রিকা

বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে ইথিওপিয়ার বিতর্কিত জলবিদ্যুৎ বাঁধ

বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে ইথিওপিয়ার বিতর্কিত জলবিদ্যুৎ বাঁধ গ্র্যান্ড ইথিওপিয়ান রেনেসন্স ড্যাম। নীল নীলনদের ওপর নির্মিত এই বাঁধটি ৫ হাজার মেগাওয়াটেরও বেশি বিদ্যুৎ উৎপাদন করবে বলে জানিয়েছে বাঁধ কর্তৃপক্ষ। সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার পৃথক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। 

ইথিওপিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন ইটিভি জানাচ্ছে, নীল নীলনদের ওপর নির্মিতি বিতর্কিত ইথিওপিয়ার বাঁধটি রোববার প্রথমবারের মতো বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে। ইথিওপিয়ার পশ্চিম বেনিশাঙ্গুল-গুমুজ অঞ্চলে অবস্থিত ৪২০ কোটি ডলার খরচে নির্মিত বাঁধটির নির্মাণকাজ ২০১১ সালে শুরু হয়। নির্মাণকাজ শুরুর পর থেকেই ইথিওপিয়া, মিশর ও সুদান এর তীব্র বিরোধিতা করে আসছে। সুদান এবং মিশরে আশঙ্কা, প্রকল্পটি নীলনদে তাঁদের ভাগের পানির অংশ হ্রাস করতে পারে। তবে ইথিওপিয়ার জোর দাবি বাঁধটি তাঁদের উন্নয়নের চাবিকাঠি। 

গ্র্যান্ড ইথিওপিয়ান রেনেসন্স বাঁধটি (গার্ড) এখন পর্যন্ত আফ্রিকার সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্প। গার্ড ৫ হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন করবে বলে আশা করা হচ্ছে এবং এটির নির্মাণকাজ সম্পন্ন হলে দেশটির বিদ্যুৎ উৎপাদন দ্বিগুণ হবে। ড্যামটির কাজ বর্তমানে প্রায় ৮৪ শতাংশ সম্পন্ন হয়েছে। 

ইথিওপিয়ার সরকার জোর দিয়ে বলছে, এই বাঁধটি সম্পূর্ণরূপে চালু হলে খরা ও যুদ্ধের কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত দেশটির অর্থনীতি বদলে দেবে। 

বাঁধ নির্মাণের ফলে ইথিওপিয়ার সঙ্গে মিশর ও সুদানের মতবিরোধ দেখা দিয়েছে। দেশ দুটির দাবি ইথিওপিয়া বাঁধ দিয়ে নীলনদের পানি সরিয়ে নিচ্ছে। নদের ভাটির দেশ মিশর তার সেচ ও পানীয় জলের জন্য প্রায় সম্পূর্ণরূপে নীলনদের ওপর নির্ভরশীল। তাঁদের উদ্বেগ, এই বাঁধ ইথিওপিয়ার পরের দেশগুলোতে পানি প্রবাহের স্তরকে প্রভাবিত করবে। তাই মিশরে নীলনদে নির্দিষ্ট পরিমাণ পানির প্রবাহের নিশ্চয়তা চায়। 

সুদানে যোদ্ধা পাঠাচ্ছে আরব আমিরাতের ঠিকাদার, ট্রাম্প নিষেধাজ্ঞা দিলেন কলম্বিয়ানদের

সোনা খুঁজতে গিয়েছিল দুই কিশোর, খনি ধসে চাপা পড়ে হলো মৃত্যু

বেনিনে সামরিক অভ্যুত্থান ঠেকিয়ে দিল সরকার অনুগত সেনারা

দক্ষিণ আফ্রিকায় হোস্টেলে ঢুকে এলোপাতাড়ি গুলি, নিহত অন্তত ১১

মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের নির্দেশ ট্রাম্পের, নেপথ্যে সুদানকেন্দ্রিক আরব বিশ্বের নয়া ভূরাজনীতি

নামিবিয়ার নির্বাচনে আবারও জয়ী ‘অ্যাডলফ হিটলার’

রাশিয়ার হয়ে যুদ্ধে ১৭ যুবককে প্ররোচনার অভিযোগ—জ্যাকব জুমার মেয়ের পদত্যাগ

ভোটে পরাজয় টের পেয়ে গিনি বিসাউয়ের প্রেসিডেন্টই কি ঘটালেন সামরিক অভ্যুত্থান

গিনি বিসাউয়ে সামরিক অভ্যুত্থান, সেনাবাহিনীর ক্ষমতা দখল, প্রেসিডেন্ট বন্দী

এল-ফাশেরে ৩ দিনে ২৭ হাজার মানুষকে হত্যা করেছে আরএসএফ: দারফুরের গভর্নর