হোম > বিশ্ব > আফ্রিকা

লিবিয়া উপকূলে ভেসে এল ৫৭ মরদেহ

লিবিয়া উপকূলে ৫৭ জন অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে। ভূমধ্যসাগরে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী দুটি নৌকা ডুবে যাওয়ার পর লিবিয়ার দুটি শহরের উপকূলে মরদেহগুলো ভেসে এসেছে। দেশটির এক কোস্ট গার্ড কর্মকর্তা ও রেড ক্রিসেন্ট কর্মী বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। 

কোস্ট গার্ড কর্মকর্তা ফাথি আল-জায়ানি জানান, ত্রিপোলির কারাবুল্লি উপকূল থেকে ১১টি মরদেহ উদ্ধার করা হয়। অভিবাসনপ্রত্যাশীরা পাকিস্তান, সিরিয়া, তিউনিসিয়া ও মিসরের নাগরিক ছিলেন। 

রেড ক্রিসেন্টের এক কর্মী জানান, গত কয়েক দিনে ৪৬টি মরদেহ উদ্ধার করেছেন তাঁরা। নৌকায় থাকা সবাই অবৈধ অভিবাসনপ্রত্যাশী ছিলেন বলেও জানান তিনি। আরও মরদেহ ভেসে আসতে পারে বলে আশঙ্কার কথা জানান ওই রেড ক্রিসেন্ট কর্মী। 

বাসাম মোহাম্মদ নামের বেঁচে ফেরা মিসরের এক ব্যক্তি জানান, মঙ্গলবার গভীর রাতে তিনি যে নৌকায় ছিলেন সেটি ডুবে যায়। এতে ৮০ জন যাত্রী ছিলেন। নৌকাটি ডুবে যাওয়ার অবস্থা হলে থামতে বলা হয়। কিন্তু নৌকা চালানোর দায়িত্বে থাকা ব্যক্তি থামাতে রাজি হননি। 

চলতি মাসে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন জানিয়েছে, ২০২৩ সালের শুরুতে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে উত্তর আফ্রিকা থেকে ইউরোপে যাওয়ার চেষ্টাকালে ৪৪১ জন অভিবাসনপ্রত্যাশী ও শরণার্থীর মৃত্যু হয়েছে। গত ছয় বছর তিন মাসের মধ্যে এটাই সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। 
 
২০১১ সালে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সমর্থনে বিরোধী একটি গোষ্ঠীর হাতে উৎখাত হন লিবিয়ার স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফি। এর প্রায় এক দশক পর আফ্রিকার অভিবাসনপ্রত্যাশীদের জন্য ভূমধ্যসাগর পেরিয়ে ইউরোপ যাত্রার অন্যতম প্রধান কেন্দ্রে পরিণত হয় দেশটি। তবে সম্প্রতি লিবিয়ার তুলনায় তিউনিসিয়াকে বেশি বেছে নিচ্ছেন অভিবাসনপ্রত্যাশীরা।

ইসরায়েল কেন প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিল

সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি—‘রাষ্ট্রীয় আগ্রাসন’ আখ্যা দিয়ে প্রত্যাহারের দাবি সোমালিয়ার

নাইজেরিয়ায় হামলা: ‘বড়দিনের উপহার’ বলে উদ্‌যাপন ট্রাম্প প্রশাসনের, স্থানীয়রা বলছেন—‘কখনো আইএস দেখিনি’

প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ইসরায়েল

ট্রাম্পের নির্দেশে নাইজেরিয়ায় মার্কিন বাহিনীর হামলা

ফরাসি ঔপনিবেশিক শাসনকে ‘অপরাধ’ গণ্য করে আলজেরিয়ায় আইন পাস

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের অপহৃত আরও ১৩০ শিক্ষার্থী মুক্ত

এবার জোহানেসবার্গের পানশালায় বন্দুকধারীদের গুলি, নিহত ৯

সুদানে যোদ্ধা পাঠাচ্ছে আরব আমিরাতের ঠিকাদার, ট্রাম্প নিষেধাজ্ঞা দিলেন কলম্বিয়ানদের

সোনা খুঁজতে গিয়েছিল দুই কিশোর, খনি ধসে চাপা পড়ে হলো মৃত্যু