হোম > বিশ্ব > আফ্রিকা

করোনায় আক্রান্ত দ. আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা 

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা (৬৯) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্টের কার্যালয়। কার্যালয় থেকে বলা হয়েছে, প্রেসিডেন্টের শরীরে করোনার মৃদু উপসর্গ ধরা পড়েছে। তিনি এখন চিকিৎসা নিচ্ছেন। 

প্রেসিডেন্ট রামাফোসা দুই ডোজ টিকা নেওয়ার পরও করোনায় আক্রান্ত হলেন। গতকাল রোববার এক অনুষ্ঠান থেকে ফিরে অসুস্থ বোধ করেন। তিনি এখন কেপটাউনে সেলফ-আইসোলেশনে রয়েছেন। তাঁর চিকিৎসার দেখভাল করছে দক্ষিণ আফ্রিকার মিলিটারি হেলথ সার্ভিস। 

এদিকে রামাফোসা আগামী সপ্তাহের জন্য ডেপুটি প্রেসিডেন্ট ডেভিড মাবুজারের কাছে দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন বলে আল জাজিরার সংবাদে বলা হয়েছে।  

প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সংক্রমণটি ওমিক্রন ভেরিয়েন্ট কি না তা এখনো প্রেসিডেন্ট কার্যালয় জানায়নি। 

প্রেসিডেন্ট ও তাঁর টিমের সদস্যরা পশ্চিম আফ্রিকার চারটি দেশ সফর উপলক্ষে গত সপ্তাহে বেশ কয়েকবার করোনা পরীক্ষা করান। কয়েকজন প্রতিনিধির করোনা পজিটিভ ধরা পরায় নাইজেরিয়া থেকে তারা সরাসরি দেশে ফিরে আসেন। বাকিদের সঙ্গে রামাফোসারও নেগেটিভ রিপোর্ট আসে। 

গত ৮ ডিসেম্বর প্রেসিডেন্ট সিরিল রামাফোসা ও অন্যরা দেশে ফেরেন। তখনো প্রেসিডেন্টের করোনা নেগেটিভ ছিলেন।  

এবার মার্কিন নাগরিক প্রবেশে নিষেধাজ্ঞা দিল আফ্রিকার কিছু দেশ, কিন্তু কেন

দক্ষিণ আফ্রিকায় ঐতিহ্যবাহী গণখতনা, সংক্রমণ ও পানিশূন্যতায় মৃত্যু ৪১

ইসরায়েল কেন প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিল

সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি—‘রাষ্ট্রীয় আগ্রাসন’ আখ্যা দিয়ে প্রত্যাহারের দাবি সোমালিয়ার

নাইজেরিয়ায় হামলা: ‘বড়দিনের উপহার’ বলে উদ্‌যাপন ট্রাম্প প্রশাসনের, স্থানীয়রা বলছেন—‘কখনো আইএস দেখিনি’

প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ইসরায়েল

ট্রাম্পের নির্দেশে নাইজেরিয়ায় মার্কিন বাহিনীর হামলা

ফরাসি ঔপনিবেশিক শাসনকে ‘অপরাধ’ গণ্য করে আলজেরিয়ায় আইন পাস

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের অপহৃত আরও ১৩০ শিক্ষার্থী মুক্ত

এবার জোহানেসবার্গের পানশালায় বন্দুকধারীদের গুলি, নিহত ৯