হোম > বিশ্ব > আফ্রিকা

করোনায় আক্রান্ত দ. আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা 

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা (৬৯) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্টের কার্যালয়। কার্যালয় থেকে বলা হয়েছে, প্রেসিডেন্টের শরীরে করোনার মৃদু উপসর্গ ধরা পড়েছে। তিনি এখন চিকিৎসা নিচ্ছেন। 

প্রেসিডেন্ট রামাফোসা দুই ডোজ টিকা নেওয়ার পরও করোনায় আক্রান্ত হলেন। গতকাল রোববার এক অনুষ্ঠান থেকে ফিরে অসুস্থ বোধ করেন। তিনি এখন কেপটাউনে সেলফ-আইসোলেশনে রয়েছেন। তাঁর চিকিৎসার দেখভাল করছে দক্ষিণ আফ্রিকার মিলিটারি হেলথ সার্ভিস। 

এদিকে রামাফোসা আগামী সপ্তাহের জন্য ডেপুটি প্রেসিডেন্ট ডেভিড মাবুজারের কাছে দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন বলে আল জাজিরার সংবাদে বলা হয়েছে।  

প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সংক্রমণটি ওমিক্রন ভেরিয়েন্ট কি না তা এখনো প্রেসিডেন্ট কার্যালয় জানায়নি। 

প্রেসিডেন্ট ও তাঁর টিমের সদস্যরা পশ্চিম আফ্রিকার চারটি দেশ সফর উপলক্ষে গত সপ্তাহে বেশ কয়েকবার করোনা পরীক্ষা করান। কয়েকজন প্রতিনিধির করোনা পজিটিভ ধরা পরায় নাইজেরিয়া থেকে তারা সরাসরি দেশে ফিরে আসেন। বাকিদের সঙ্গে রামাফোসারও নেগেটিভ রিপোর্ট আসে। 

গত ৮ ডিসেম্বর প্রেসিডেন্ট সিরিল রামাফোসা ও অন্যরা দেশে ফেরেন। তখনো প্রেসিডেন্টের করোনা নেগেটিভ ছিলেন।  

মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের নির্দেশ ট্রাম্পের, নেপথ্যে সুদানকেন্দ্রিক আরব বিশ্বের নয়া ভূরাজনীতি

নামিবিয়ার নির্বাচনে আবারও জয়ী ‘অ্যাডলফ হিটলার’

রাশিয়ার হয়ে যুদ্ধে ১৭ যুবককে প্ররোচনার অভিযোগ—জ্যাকব জুমার মেয়ের পদত্যাগ

ভোটে পরাজয় টের পেয়ে গিনি বিসাউয়ের প্রেসিডেন্টই কি ঘটালেন সামরিক অভ্যুত্থান

গিনি বিসাউয়ে সামরিক অভ্যুত্থান, সেনাবাহিনীর ক্ষমতা দখল, প্রেসিডেন্ট বন্দী

এল-ফাশেরে ৩ দিনে ২৭ হাজার মানুষকে হত্যা করেছে আরএসএফ: দারফুরের গভর্নর

১০ হাজার বছর পর জেগেছে ইথিওপিয়ার আগ্নেয়গিরি, ভারতের দিকে ধেয়ে আসছে ছাই

সিয়েরা লিওনে কালো জাদুর নামে নরবলি, নেপথ্যে ক্ষমতার নেশা

দারফুরের করদোফানে আরএসএফকে ঠেলে এগিয়ে যাচ্ছে সুদানি সেনাবাহিনী

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের ৩ শতাধিক শিক্ষার্থীকে অপহরণ