হোম > বিশ্ব > আফ্রিকা

মাদাগাস্কারে স্টেডিয়ামে পদদলিত হয়ে নিহত ১২ 

মাদাগাস্কারের একটি স্টেডিয়ামে পদদলিত হয়ে অন্তত ১২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৮০ জন। গতকাল শুক্রবার দেশটির রাজধানী আন্তানানারিভোতে এ দুর্ঘটনা ঘটে। দেশটির প্রধানমন্ত্রী নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

ঘটনার পরপরই পদদলনের শিকার হওয়াদের উদ্ধার করে নেওয়া হয় রাজধানীর একটি হাসপাতালে। সেখানেই সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী ক্রিশ্চিয়ান এন্টসে নিহতের সংখ্যা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি এ ঘটনায় ১২ জন নিহত এবং প্রায় ৮০ জন আহত হয়েছে।’ 

ভারত মহাসাগরে অবস্থিত এই দ্বীপদেশটির রাজধানীর বারেয়া স্টেডিয়ামের প্রবেশপথে এই পদদলনের ঘটনা ঘটে। ঘটনার দিনে স্টেডিয়ামটিতে ইন্ডিয়ান ওশান আইল্যান্ড গেমসের উদ্বোধনী ছিল। সেখানে প্রায় ৫০ হাজার দর্শক উপস্থিত ছিল। তবে ঠিক কী কারণে এ ঘটনা ঘটেছে তা এখনো অজানা।

মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রে রাজোলিনা ঘটনার সময় উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন। পরে তিনি নিহতদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালনের নির্দেশ দেন। পাশাপাশি ঘটনায় শোক প্রকাশ করে তিনি বলেন, ‘সেখানে ব্যাপক ধাক্কাধাক্কির কারণে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। ফলে প্রবেশপথে মানুষ মারা গিয়েছে এবং আহত হয়েছে।’

ইন্ডিয়ান ওশান আইল্যান্ড গেমস মাদাগাস্কারের অন্যতম জনপ্রিয় একটি ক্রীড়া প্রতিযোগিতা, যা চলবে আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত। বিগত প্রায় ৪০ বছর ধরে টানা এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে আসছে মাদাগাস্কার।

দক্ষিণ আফ্রিকায় ঐতিহ্যবাহী গণখতনা, সংক্রমণ ও পানিশূন্যতায় মৃত্যু ৪১

ইসরায়েল কেন প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিল

সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি—‘রাষ্ট্রীয় আগ্রাসন’ আখ্যা দিয়ে প্রত্যাহারের দাবি সোমালিয়ার

নাইজেরিয়ায় হামলা: ‘বড়দিনের উপহার’ বলে উদ্‌যাপন ট্রাম্প প্রশাসনের, স্থানীয়রা বলছেন—‘কখনো আইএস দেখিনি’

প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ইসরায়েল

ট্রাম্পের নির্দেশে নাইজেরিয়ায় মার্কিন বাহিনীর হামলা

ফরাসি ঔপনিবেশিক শাসনকে ‘অপরাধ’ গণ্য করে আলজেরিয়ায় আইন পাস

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের অপহৃত আরও ১৩০ শিক্ষার্থী মুক্ত

এবার জোহানেসবার্গের পানশালায় বন্দুকধারীদের গুলি, নিহত ৯

সুদানে যোদ্ধা পাঠাচ্ছে আরব আমিরাতের ঠিকাদার, ট্রাম্প নিষেধাজ্ঞা দিলেন কলম্বিয়ানদের