হোম > বিশ্ব > আফ্রিকা

নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে অন্তত ৯৪ জন নিহত 

নাইজেরিয়ার উত্তরাঞ্চলে জ্বালানিবাহী ট্যাঙ্কার বিস্ফোরণে অন্তত ৯৪ জন নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত ট্যাঙ্কারটি থেকে জ্বালানি সংগ্রহের জন্য জড়ো হয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। ঠিক তখনই বিস্ফোরণের ঘটনা ঘটে। 

দেশটির পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

জিগাওয়া রাজ্যের মাজিয়া গ্রামে গতকাল মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় এই ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং ঘটনাস্থলেই অধিকাংশের করুণ মৃত্যু হয়। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। 

জিগাওয়া পুলিশের মুখপাত্র শিসু লাওয়ান আদম জানিয়েছেন, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্যাঙ্কারটি উল্টে যায় ও জ্বালানি নর্দমায় ছড়িয়ে পড়ে। এতে করে, স্থানীয়রা জ্বালানি সংগ্রহের জন্য ছুটে যায় এবং তখনই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। 

আদম আরও জানান, কমপক্ষে ৫০ জন গুরুতর আহত হয়েছেন। নিহতের সংখ্যা প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে। এটি আরও বেশি হওয়ার আশঙ্কা রয়েছে।

মিসরে সেনাবাহিনীর কবজায় বিপুল নগদ অর্থ, ঋণ সংকটেও সহায়তায় নারাজ

এবার মার্কিন নাগরিক প্রবেশে নিষেধাজ্ঞা দিল আফ্রিকার কিছু দেশ, কিন্তু কেন

দক্ষিণ আফ্রিকায় ঐতিহ্যবাহী গণখতনা, সংক্রমণ ও পানিশূন্যতায় মৃত্যু ৪১

ইসরায়েল কেন প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিল

সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি—‘রাষ্ট্রীয় আগ্রাসন’ আখ্যা দিয়ে প্রত্যাহারের দাবি সোমালিয়ার

নাইজেরিয়ায় হামলা: ‘বড়দিনের উপহার’ বলে উদ্‌যাপন ট্রাম্প প্রশাসনের, স্থানীয়রা বলছেন—‘কখনো আইএস দেখিনি’

প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ইসরায়েল

ট্রাম্পের নির্দেশে নাইজেরিয়ায় মার্কিন বাহিনীর হামলা

ফরাসি ঔপনিবেশিক শাসনকে ‘অপরাধ’ গণ্য করে আলজেরিয়ায় আইন পাস

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের অপহৃত আরও ১৩০ শিক্ষার্থী মুক্ত