হোম > বিশ্ব > আফ্রিকা

নাইজেরিয়ায় ‘ডাকাতদের’ হামলায় নিহত ৪৮ 

নাইজেরিয়ার উত্তর–পূর্বাঞ্চলীয় জামফারা রাজ্যে ‘ডাকাতদের’ হামলায় তিনটি গ্রামের কমপক্ষে ৪৮ জন নিহত হয়েছেন। একজন স্থানীয় কর্মকর্তা ও বাসিন্দাদের বরাত দিয়ে গতকাল রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

জামফারা রাজ্যের বাকুরা জেলার প্রশাসনিক প্রধান আমিনু সুলেমান বার্তা সংস্থা এএফপিকে জানান, মোটরসাইকেলে থাকা কয়েক ডজন বন্দুকধারী তিনটি গ্রামে প্রবেশ করে। পালানোর চেষ্টা করলে লোকজনকে গুলি করে। 

তিনি বলেন, ‘শুক্রবার বিকেলে ডাকাতরা তিনটি গ্রামে হামলা চালিয়ে ৪৮ জনকে হত্যা করেছে।’

আমিনু সুলেমানের দেওয়া তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ডামরি গ্রাম। সেখানে ৩২ জন নিহত হয়েছেন। 

জামফারা রাজ্যের বাকুরা জেলার প্রশাসনিক প্রধান জানান, হামলার পর তিনটি গ্রামে সেনা মোতায়েন করা হয়েছে। 

ডামরি গ্রামের বাসিন্দা আবুবকর মাইগোরো জানান, বন্দুকধারীরা তাঁর গ্রামে গবাদিপশু এবং খাদ্য লুট করার আগে গুলি চালায়। 

তিনি বলেন, আমরা হামলায় নিহত ৪৮ জনকে কবর দিয়েছি। 

এ ঘটনায় নাইজেরিয়া পুলিশের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। 

উত্তর নাইজেরিয়ার বিস্তীর্ণ অংশে ২০১০ সাল থেকে হামলা চালিয়ে আসছে ডাকাতদের দল। তবে গত কয়েক বছরে আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশটিতে সর্বত্রই এই সংকট আরও বেড়েছে। 

 

এবার জোহানেসবার্গের পানশালায় বন্দুকধারীদের গুলি, নিহত ৯

সুদানে যোদ্ধা পাঠাচ্ছে আরব আমিরাতের ঠিকাদার, ট্রাম্প নিষেধাজ্ঞা দিলেন কলম্বিয়ানদের

সোনা খুঁজতে গিয়েছিল দুই কিশোর, খনি ধসে চাপা পড়ে হলো মৃত্যু

বেনিনে সামরিক অভ্যুত্থান ঠেকিয়ে দিল সরকার অনুগত সেনারা

দক্ষিণ আফ্রিকায় হোস্টেলে ঢুকে এলোপাতাড়ি গুলি, নিহত অন্তত ১১

মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের নির্দেশ ট্রাম্পের, নেপথ্যে সুদানকেন্দ্রিক আরব বিশ্বের নয়া ভূরাজনীতি

নামিবিয়ার নির্বাচনে আবারও জয়ী ‘অ্যাডলফ হিটলার’

রাশিয়ার হয়ে যুদ্ধে ১৭ যুবককে প্ররোচনার অভিযোগ—জ্যাকব জুমার মেয়ের পদত্যাগ

ভোটে পরাজয় টের পেয়ে গিনি বিসাউয়ের প্রেসিডেন্টই কি ঘটালেন সামরিক অভ্যুত্থান

গিনি বিসাউয়ে সামরিক অভ্যুত্থান, সেনাবাহিনীর ক্ষমতা দখল, প্রেসিডেন্ট বন্দী