হোম > বিশ্ব > আফ্রিকা

সুদানে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর সংঘর্ষে ৫৬ জন নিহত

সুদানে দেশটির সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর মধ্যে তুমুল সংঘর্ষে অন্তত ৫৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে ৬০০ জন। বিবিসির প্রতিবেদনে জানা যায়, শনিবার (১৫ এপ্রিল) দেশটির একটি সামরিক ঘাঁটিতে দুই পক্ষের মধ্যে গুলিবিনিময়ের সময় এ হতাহতের ঘটনা ঘটে। 

শনিবারের সংঘাতে বহু বেসামরিক নাগরিক হতাহত হয়েছে বলে জানিয়েছেন সুদানের চিকিৎসকেরা। সংঘাত রাজধানী ছাড়াও কয়েকটি বেসামরিক আবাসিক এলাকায়ও ছড়িয়ে পড়েছে। দেশটির একটি ডক্টর’স ইউনিয়ন জানিয়েছে, রাজধানী খার্তুমে সহিংসতায় অন্তত ২৭ জন নিহত হয়েছে, যাদের অধিকাংশই বেসামরিক। তবে বেশ কয়েকজন সামরিক সদস্যও নিহত হয়েছেন বলে জানায় ডক্টর’স ইউনিয়ন। 

সুদানের সামরিক নেতৃত্ব ও ক্ষমতা নিয়ে তীব্র দ্বন্দ্বের জেরে এমন রক্তক্ষয়ী সংঘাত ঘটেছে। আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) সদস্যরা প্রেসিডেন্টের প্রাসাদ, সেনাপ্রধানের বাসভবন, খার্তুম আন্তর্জাতিক বিমানবন্দর, রাষ্ট্রীয় টেলিভিশন স্টেশনসহ দুটি বিমানবন্দর দখলে নেওয়ার দাবি করেছে। 

তবে আরএসএফের এই দাবি প্রত্যাখ্যান করেছে সেনাবাহিনী। বিমানবন্দরসহ খার্তুমের গুরুত্বপূর্ণ এলাকাগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার পাল্টা দাবি করা হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে। 

সুদানের সেনাবাহিনীর নেতৃত্বে রয়েছেন জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান। আর আধাসামরিক আরএসএফের নেতৃত্ব দিচ্ছেন মোহাম্মদ হামদান দাগালু, যিনি হেমেদতি নামে ‍অধিক পরিচিত। 

রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, রাস্তায় কামান ও সাঁজোয়া যান নামানো হয়েছে। এমনকি সেনাবাহিনী ও আরএসএফ উভয়ের সদর দপ্তরের কাছে ভারী গোলাগুলির শব্দ পাওয়া গেছে। ভিডিও ফুটেজে রাজধানীর বেশ কয়েকটি এলাকায় আকাশে কালো ধোঁয়া উড়তে দেখা গেছে। উদ্ভূত পরিস্থিতিতে আন্তর্জাতিক সব এয়ারলাইনস সুদানের আকাশসীমা এড়িয়ে চলছে। 

এদিকে আফ্রিকান ইউনিয়ন, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও দেশ সুদানে উভয় পক্ষকে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে সংকট সমাধানে আলোচনারও আহ্বান জানানো হয়েছে।

এবার জোহানেসবার্গের পানশালায় বন্দুকধারীদের গুলি, নিহত ৯

সুদানে যোদ্ধা পাঠাচ্ছে আরব আমিরাতের ঠিকাদার, ট্রাম্প নিষেধাজ্ঞা দিলেন কলম্বিয়ানদের

সোনা খুঁজতে গিয়েছিল দুই কিশোর, খনি ধসে চাপা পড়ে হলো মৃত্যু

বেনিনে সামরিক অভ্যুত্থান ঠেকিয়ে দিল সরকার অনুগত সেনারা

দক্ষিণ আফ্রিকায় হোস্টেলে ঢুকে এলোপাতাড়ি গুলি, নিহত অন্তত ১১

মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের নির্দেশ ট্রাম্পের, নেপথ্যে সুদানকেন্দ্রিক আরব বিশ্বের নয়া ভূরাজনীতি

নামিবিয়ার নির্বাচনে আবারও জয়ী ‘অ্যাডলফ হিটলার’

রাশিয়ার হয়ে যুদ্ধে ১৭ যুবককে প্ররোচনার অভিযোগ—জ্যাকব জুমার মেয়ের পদত্যাগ

ভোটে পরাজয় টের পেয়ে গিনি বিসাউয়ের প্রেসিডেন্টই কি ঘটালেন সামরিক অভ্যুত্থান

গিনি বিসাউয়ে সামরিক অভ্যুত্থান, সেনাবাহিনীর ক্ষমতা দখল, প্রেসিডেন্ট বন্দী