হোম > বিশ্ব > আফ্রিকা

নাইজেরিয়ায় মসজিদে গুলি, নিহত কমপক্ষে ১৮

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় নাইজার প্রদেশের একটি মসজিদে গুলির ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। সেখানকার স্থানীয় দুজন বাসিন্দার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বন্দুকধারীরা মোটরবাইকে করে আসে। তাঁরা এবং গুলি করে মুসল্লিদের হত্যা করে। বন্দুকধারীরা সোমবার ভোরে মাশেগু লোকাল গভর্নমেন্ট এলাকার মাজা-কুকা কমিউনিটিতে অবস্থিত ওই মসজিদে এসে পৌঁছায়। 

স্থানীয় বাসিন্দা আব্দুল গানি হাসান রয়টার্সকে বলেন, 'বন্দুকধারীরা এসে সোজা মসজিদে প্রবেশ করে। তাঁরা কাউকে রেহাই দেয়নি। তাঁরা মুসল্লিদের ওপর নির্বিচারে গুলি চালায়। বন্দুকধারীরা ১০ জনেরও বেশি মানুষকে অপহরণ করেছে। হামলায় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।' 

নাইজার প্রদেশের পুলিশ এ বিষয়ে এখনো কিছু জানায়নি। 

উল্লেখ্য, গত এক যুগ ধরে নাইজেরিয়াভিত্তিক জঙ্গিগোষ্ঠী বোকো হারাম ও আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইএসের বিরুদ্ধে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা লড়াই করছে।    

এবার মার্কিন নাগরিক প্রবেশে নিষেধাজ্ঞা দিল আফ্রিকার কিছু দেশ, কিন্তু কেন

দক্ষিণ আফ্রিকায় ঐতিহ্যবাহী গণখতনা, সংক্রমণ ও পানিশূন্যতায় মৃত্যু ৪১

ইসরায়েল কেন প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিল

সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি—‘রাষ্ট্রীয় আগ্রাসন’ আখ্যা দিয়ে প্রত্যাহারের দাবি সোমালিয়ার

নাইজেরিয়ায় হামলা: ‘বড়দিনের উপহার’ বলে উদ্‌যাপন ট্রাম্প প্রশাসনের, স্থানীয়রা বলছেন—‘কখনো আইএস দেখিনি’

প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ইসরায়েল

ট্রাম্পের নির্দেশে নাইজেরিয়ায় মার্কিন বাহিনীর হামলা

ফরাসি ঔপনিবেশিক শাসনকে ‘অপরাধ’ গণ্য করে আলজেরিয়ায় আইন পাস

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের অপহৃত আরও ১৩০ শিক্ষার্থী মুক্ত

এবার জোহানেসবার্গের পানশালায় বন্দুকধারীদের গুলি, নিহত ৯