সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল এবং জরুরি অবস্থা জারির পর সুদানে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। সামরিক অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে গুলি চালানোর ঘটনা ঘটেছে। সেনাবাহিনীর গুলিতে সাতজন নিহত ও ১৪০ জন আহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সুদানের রাজধানী খার্তুমে সামরিক অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে যোগ দিতে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। গতকাল সোমবার সকালে সামরিক বাহিনীর একদল সদস্য সুদানের প্রধানমন্ত্রী আব্দাল্লাহ হামদককে গৃহবন্দী করে। এ ছাড়া দেশটির ক্ষমতাসীন সার্বভৌম কাউন্সিলের সদস্য, মন্ত্রীসহ বেশ কয়েকজন বেসামরিক কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকেই মূলত বিক্ষোভের শুরু হয়।
সুদানে সামরিক অভ্যুত্থানের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও নরওয়ে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানে হস্তক্ষেপের নিন্দা জানিয়েছে তারা। গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তির আহ্বানও জানানো হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত মাসে দেশটিতে অভ্যুত্থানের চেষ্টা হয়েছিল। সাবেক নেতা ওমর আল-বশিরের পতনের পর সুদানে সামরিক ও বেসামরিক গোষ্ঠীর মধ্যে টানাপোড়েন শুরু হয়।