হোম > বিশ্ব > আফ্রিকা

খার্তুমে জান্তাবিরোধী বিক্ষোভে গুলি, নিহত ৯ 

সুদানে নিরাপত্তা বাহিনীর ছোড়া গুলি এবং কাঁদানে গ্যাসে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার দেশটির রাজধানী খার্তুমে প্রেসিডেন্ট ভবনের সামনে সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভরত জনতার ওপর গুলি ছুড়লে এই হতাহতের ঘটনা ঘটে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

গত বছরের ২৫ অক্টোবর অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাসীনদের হটিয়ে সুদানের ক্ষমতা দখলে নেয় সেনাবাহিনী। এরপর থেকেই দেশটিতে আন্দোলন অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার আন্দোলনকারীদের ওপর গুলি চালায় পুলিশ। এতে নিহত হন ৯ জন এবং আহত হন অন্তত ৫০০ জন। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, আন্দোলনকারীদের ওপর পুলিশের নির্বিচারে গুলিবর্ষণের মধ্যেও শুক্রবার রাজধানী খার্তুমে ফের আন্দোলনে নামে হাজার হাজার মানুষ। নির্বিচারে গুলি করে মানুষ হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশ নিন্দা জানিয়েছে। 

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভ দমাতে ইন্টারনেট বিকল করে দেওয়া হয়েছে। আন্দোলন যেদিন বড় হয় সেদিনই ইন্টারনেটের গতি কমিয়ে দেওয়া হয়। 

আল জাজিরার সাংবাদিক হিবা মরগান বলেন, ‘আন্দোলনকারীরা টানা ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে রাজধানী খার্তুমে অবস্থান করছে। তারা সামরিক বাহিনীর প্রতি ক্ষোভ প্রকাশ করছে এবং বেসামরিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানাচ্ছে।’ 

উল্লেখ্য, সুদানে চলমান বিক্ষোভে এ পর্যন্ত ১৮ শিশুসহ ১২২ জন নিহত হয়েছেন।

সোনা খুঁজতে গিয়েছিল দুই কিশোর, খনি ধসে চাপা পড়ে হলো মৃত্যু

বেনিনে সামরিক অভ্যুত্থান ঠেকিয়ে দিল সরকার অনুগত সেনারা

দক্ষিণ আফ্রিকায় হোস্টেলে ঢুকে এলোপাতাড়ি গুলি, নিহত অন্তত ১১

মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের নির্দেশ ট্রাম্পের, নেপথ্যে সুদানকেন্দ্রিক আরব বিশ্বের নয়া ভূরাজনীতি

নামিবিয়ার নির্বাচনে আবারও জয়ী ‘অ্যাডলফ হিটলার’

রাশিয়ার হয়ে যুদ্ধে ১৭ যুবককে প্ররোচনার অভিযোগ—জ্যাকব জুমার মেয়ের পদত্যাগ

ভোটে পরাজয় টের পেয়ে গিনি বিসাউয়ের প্রেসিডেন্টই কি ঘটালেন সামরিক অভ্যুত্থান

গিনি বিসাউয়ে সামরিক অভ্যুত্থান, সেনাবাহিনীর ক্ষমতা দখল, প্রেসিডেন্ট বন্দী

এল-ফাশেরে ৩ দিনে ২৭ হাজার মানুষকে হত্যা করেছে আরএসএফ: দারফুরের গভর্নর

১০ হাজার বছর পর জেগেছে ইথিওপিয়ার আগ্নেয়গিরি, ভারতের দিকে ধেয়ে আসছে ছাই