আলজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট আবদুল আজিজ বুতাফ্লেক গত শুক্রবার ৮৪ বছর বয়সে ইন্তেকাল করেছেন। ১৯৬২ সালে ফ্রান্সের বিরুদ্ধে দেশটির স্বাধীনতা আন্দোলনে যোগ দিয়েছিলেন তিনি। স্বাধীন দেশের তিনিই প্রথম পররাষ্ট্র মন্ত্রী হয়েছিলেন। প্রেসিডেন্ট হিসেবে দুই দশক দায়িত্ব পালনের পর ২০১৯ সালে বিক্ষোভের মুখে তিনি পদত্যাগ করেন।
জাতিসংঘের সাধারণ অধিবেশনের প্রেসিডেন্ট হিসেবে ১৯৭৪ সালে বক্তৃতা দিতে ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাতকে তিনিই আমন্ত্রণ জানিয়েছিলেন। ইয়াসির আরাফাতের এ ভাষণ ফিলিস্তিন ইস্যুকে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ করতে ভূমিকা রেখেছিল। চীনকে জাতিসংঘের সদস্য করার ক্ষেত্রেও তার অবদান রয়েছে।
তা ছাড়া দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদ বিরোধী আন্দোলনেও তাঁর ভূমিকা রয়েছে। ষাটের দশকে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুদের সঙ্গে তিনিও ছিলেন জোট নিরপেক্ষ আন্দোলনের অন্যতম নেতা।