হোম > বিশ্ব > আফ্রিকা

বিরোধীদের দমাতে টিকটক নিষিদ্ধ করল সেনেগাল সরকার 

ভিডিওভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক সাময়িকভাবে নিষিদ্ধ করেছে পশ্চিম আফ্রিকার দেশ সেনেগাল। রাজনৈতিক অস্থিতিশীলতার দায়ে আজ বুধবার দেশটির যোগাযোগমন্ত্রী এ নিষেধাজ্ঞা দিয়েছেন। টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

দেশটির যোগাযোগমন্ত্রী এক বিবৃতিতে বলেছেন, টিকটকের বিভিন্ন কন্টেন্ট বাজে উদ্দেশ্যে ছড়ানো হচ্ছে। এসব ভিডিওর ঘৃণামূলক বক্তব্য দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। তাই এ অবস্থায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশে সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপ টিকটক স্থগিত থাকবে।

এদিকে সরকার বিরোধীদের বিক্ষোভ ঠেকাতে গত সোমবার থেকে মোবাইল ইন্টারনেটের ব্যবহার সীমিত রেখেছে। এরপর আজ বুধবার টিকটক নিষিদ্ধের সিদ্ধান্ত নিল দেশটির সরকার।

দেশটির বিরোধীদলীয় নেতা উসমানে সোনকোর বিরুদ্ধে বিদ্রোহ, অপরাধমূলক ষড়যন্ত্র এবং অন্যান্য অপরাধের অভিযোগ আনার পর এসব নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিরোধী দলীয় এই নেতার বিরুদ্ধে অভিযোগ আনার পর থেকে দেশটিতে তার কর্মী-সমর্থকরা তীব্র বিক্ষোভ করেছেন।

চলতি বছরের প্রায় পুরো সময়জুড়েই সেনেগালে বিক্ষিপ্তভাবে সহিংস বিক্ষোভ-প্রতিবাদ দেখা গেছে। আগামী নির্বাচনে সোনকোকে অযোগ্য ঘোষণা করার জন্য রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা অভিযোগ আনা হয়েছে বলে দাবি তাঁর সমর্থকদের। 

তারা বলেছেন, বর্তমান প্রেসিডেন্ট ম্যাকি সল নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দি সরাতে এসব বানোয়াট অভিযোগ এনেছেন।

এবার মার্কিন নাগরিক প্রবেশে নিষেধাজ্ঞা দিল আফ্রিকার কিছু দেশ, কিন্তু কেন

দক্ষিণ আফ্রিকায় ঐতিহ্যবাহী গণখতনা, সংক্রমণ ও পানিশূন্যতায় মৃত্যু ৪১

ইসরায়েল কেন প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিল

সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি—‘রাষ্ট্রীয় আগ্রাসন’ আখ্যা দিয়ে প্রত্যাহারের দাবি সোমালিয়ার

নাইজেরিয়ায় হামলা: ‘বড়দিনের উপহার’ বলে উদ্‌যাপন ট্রাম্প প্রশাসনের, স্থানীয়রা বলছেন—‘কখনো আইএস দেখিনি’

প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ইসরায়েল

ট্রাম্পের নির্দেশে নাইজেরিয়ায় মার্কিন বাহিনীর হামলা

ফরাসি ঔপনিবেশিক শাসনকে ‘অপরাধ’ গণ্য করে আলজেরিয়ায় আইন পাস

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের অপহৃত আরও ১৩০ শিক্ষার্থী মুক্ত

এবার জোহানেসবার্গের পানশালায় বন্দুকধারীদের গুলি, নিহত ৯