হোম > বিশ্ব > আফ্রিকা

মরক্কোর বিমানের জন্য আকাশসীমা বন্ধ ঘোষণা আলজেরিয়ার

মরক্কোর সব বিমানের জন্য দেশের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে আলজেরিয়া। বুধবার প্রেসিডেন্ট আবদেলমাদজিদ তেবউনের সভাপতিত্বে উচ্চ নিরাপত্তা পরিষদের বৈঠকের পর এই পদক্ষেপ ঘোষণা করা হয়। মূলত পশ্চিম সাহারা নিয়ে বিরোধের জেরে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি। 

আলজেরিয়া সরকারের এক বিবৃতির বরাত দিয়ে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, 'সব বেসামরিক ও সামরিক বিমানের পাশাপাশি মরক্কোতে নিবন্ধিত বিমানগুলোকে' অবিলম্বে বন্ধ করে দেওয়া হবে।' মরক্কোর ক্রমাগত উসকানি ও বিরূপ আচরণের পরিপ্রেক্ষিতে' এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

তবে প্রতিবেশী দেশের এমন সিদ্ধান্ত প্রসঙ্গে এখন পর্যন্ত মরক্কোর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

রয়্যাল এয়ার মারোকের (র‍্যাম) একটি সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, এই পদক্ষেপের প্রভাব পড়বে তিউনিসিয়া, তুরস্ক ও মিশরের সঙ্গে যুক্ত মাত্র ১৫টি ফ্লাইটের ওপর। এই প্রভাবকে সামান্য উল্লেখ করে ওই সূত্র জানায়, ওই ফ্লাইটগুলো ভূমধ্যসাগরের ওপর দিয়ে যেতে পারবে। 

আলজেরিয়া ২৪ আগস্ট মরক্কোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। টানা কয়েক মাস উত্তেজনার পর উত্তর আফ্রিকার দেশ দুটির মধ্যে এ দূরত্ব সৃষ্টি হয়। এর আগের মাসে আলজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় মরক্কো থেকে রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে আরও ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছিল। 

প্রসঙ্গত, কয়েক দশক ধরে পশ্চিমাঞ্চলীয় সাহারা নিয়ে বিরোধ চলছে। ১৯৯০ সালের দিকে নিরাপত্তার কারণে আলজেরিয়া ও মরক্কোর মধ্যকার স্থল সীমানা বন্ধ করে দেওয়া হয়। এতে আলজিয়ার্স ও রাবাতের মধ্যে সংঘাত আরও বেড়ে গিয়েছিল। এ অঞ্চলের ওপর মরক্কোর সার্বভৌমত্বের মার্কিন স্বীকৃতি পেতে গত বছর ইসরায়েলের সঙ্গে মরক্কোর সম্পর্ক স্বাভাবিক করায়ও ক্ষুব্ধ করেছিল আলজেরিয়াকে।

এবার জোহানেসবার্গের পানশালায় বন্দুকধারীদের গুলি, নিহত ৯

সুদানে যোদ্ধা পাঠাচ্ছে আরব আমিরাতের ঠিকাদার, ট্রাম্প নিষেধাজ্ঞা দিলেন কলম্বিয়ানদের

সোনা খুঁজতে গিয়েছিল দুই কিশোর, খনি ধসে চাপা পড়ে হলো মৃত্যু

বেনিনে সামরিক অভ্যুত্থান ঠেকিয়ে দিল সরকার অনুগত সেনারা

দক্ষিণ আফ্রিকায় হোস্টেলে ঢুকে এলোপাতাড়ি গুলি, নিহত অন্তত ১১

মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের নির্দেশ ট্রাম্পের, নেপথ্যে সুদানকেন্দ্রিক আরব বিশ্বের নয়া ভূরাজনীতি

নামিবিয়ার নির্বাচনে আবারও জয়ী ‘অ্যাডলফ হিটলার’

রাশিয়ার হয়ে যুদ্ধে ১৭ যুবককে প্ররোচনার অভিযোগ—জ্যাকব জুমার মেয়ের পদত্যাগ

ভোটে পরাজয় টের পেয়ে গিনি বিসাউয়ের প্রেসিডেন্টই কি ঘটালেন সামরিক অভ্যুত্থান

গিনি বিসাউয়ে সামরিক অভ্যুত্থান, সেনাবাহিনীর ক্ষমতা দখল, প্রেসিডেন্ট বন্দী