হোম > বিশ্ব > আফ্রিকা

নাইজারে ফ্রান্সবিরোধী বিক্ষোভ, রাষ্ট্রদূত ও সেনা প্রত্যাহারের দাবি

আফ্রিকার দেশ নাইজারের রাজধানী নিয়ামেতে ফ্রান্সের বিরুদ্ধে বিক্ষোভ করেছে কয়েক হাজার জনতা। এ সময় তারা দেশটি থেকে ফরাসি রাষ্ট্রদূত এবং সেনাদের চলে যাওয়ার দাবিতে স্লোগান দেয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

নাইজারে সামরিক অভ্যুত্থানের পরপরই জান্তা সরকার ফ্রান্সের রাষ্ট্রদূতকে দেশ ছাড়তে বলে এবং দেশটিতে থাকা ফ্রান্সের সেনাদের চলে যেতে বলে। কিন্তু ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ নাইজার থেকে রাষ্ট্রদূত সরিয়ে নিতে অস্বীকৃতি জানিয়ে দেশটিতে ফরাসি রাষ্ট্রদূতকে থেকে যাওয়ার নির্দেশ দেন। এরপর নাইজারের জান্তা বাহিনী ফরাসি রাষ্ট্রদূতের নিরাপত্তা তুলে নেয়। পাশাপাশি নাইজারের জান্তা বাহিনী সাবেক ঔপনিবেশিক দেশটিকে নাইজারের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপকারী বলেও ঘোষণা দিয়েছে। 

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নিয়ামের যে এলাকায় ফরাসি সেনা ঘাঁটি অবস্থিত সেখানেই বিক্ষোভকারীরা জড়ো হয়। গতকাল শনিবার দেশটির বেশ কয়েকটি বেসরকারি সংগঠনের আহ্বানে এই বিক্ষোভ মিছিল সংঘটিত হয়। এ সময় তারা একাধিক ব্যানার, পোস্টার হাতে নিয়ে বিক্ষোভ করে। এসব ব্যানার পোস্টারে লেখা ছিল, ‘ফরাসি সেনারা আমাদের দেশ থেকে চলে যাও।’ 

গত ২৬ জুলাই নাইজারের ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। এরপর বিষয়টি নিয়ে ফরাসি প্রেসিডেন্ট মন্তব্য করলে বিষয়টি ইতিবাচকভাবে নেয়নি। তারা ফরাসি প্রেসিডেন্টের মন্তব্যকে নাইজারের ওপর আবারও নতুন উপনিবেশ আরোপের চক্রান্ত বলে অভিহিত করে।

উল্লেখ্য, নাইজারের জান্তা বাহিনী দেশটির ক্ষমতা দখলের পর থেকে রাজধানীতে থাকা ফরাসি সেনারা কার্যত অবরুদ্ধ হয়ে রয়েছেন। অভ্যুত্থানের পর থেকেই নিয়ামেতে অবস্থিত সেনা ঘাঁটিকে ঘিরে ব্যাপক সেনা মোতায়েন করেছে নাইজারের জান্তা সরকার।

ইসরায়েল কেন প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিল

সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি—‘রাষ্ট্রীয় আগ্রাসন’ আখ্যা দিয়ে প্রত্যাহারের দাবি সোমালিয়ার

নাইজেরিয়ায় হামলা: ‘বড়দিনের উপহার’ বলে উদ্‌যাপন ট্রাম্প প্রশাসনের, স্থানীয়রা বলছেন—‘কখনো আইএস দেখিনি’

প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ইসরায়েল

ট্রাম্পের নির্দেশে নাইজেরিয়ায় মার্কিন বাহিনীর হামলা

ফরাসি ঔপনিবেশিক শাসনকে ‘অপরাধ’ গণ্য করে আলজেরিয়ায় আইন পাস

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের অপহৃত আরও ১৩০ শিক্ষার্থী মুক্ত

এবার জোহানেসবার্গের পানশালায় বন্দুকধারীদের গুলি, নিহত ৯

সুদানে যোদ্ধা পাঠাচ্ছে আরব আমিরাতের ঠিকাদার, ট্রাম্প নিষেধাজ্ঞা দিলেন কলম্বিয়ানদের

সোনা খুঁজতে গিয়েছিল দুই কিশোর, খনি ধসে চাপা পড়ে হলো মৃত্যু