হোম > বিশ্ব > আফ্রিকা

উগান্ডায় স্কুলে গুলি করে ২৫ জনকে হত্যা করল ইসলামিক স্টেটের মিত্র এডিএফ 

উগান্ডার একটি স্কুলে ইসলামিক স্টেট গ্রুপের সঙ্গে যুক্ত বিদ্রোহীরা শিশুসহ কমপক্ষে ২৫ জনকে গুলি করে হত্যা করেছে। গতকাল শুক্রবার দেশটির পশ্চিমাঞ্চলের পন্দওয়ের লুবিরিহা মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত আরও আটজনের অবস্থা আশঙ্কাজনক। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

উগান্ডার পুলিশ জানিয়েছে, শুক্রবারের এই হামলা চালিয়েছে অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ)। এটি ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআরসি) ভিত্তিক একটি সশস্ত্র গ্রুপ, যারা উগান্ডায়ও সক্রিয়। হামলার পর তারা কঙ্গোর ভিরুঙ্গা জাতীয় উদ্যানের দিকে পালিয়েছে। উগান্ডার সৈন্যরা তাদের তাড়া করছে।

উগান্ডার ন্যাশনাল পুলিশের মুখপাত্র ফ্রেড এনাগা আজ শনিবার এক বিবৃতিতে জানান, শুক্রবার রাতে হামলার সময় স্কুলের একটি ছাত্রাবাস পুড়িয়ে দেওয়া হয় এবং একটি খাবারের দোকান লুট করা হয়। এখন পর্যন্ত স্কুল থেকে ২৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। লাশগুলো বেভেরা হাসপাতালে পাঠানো হয়েছে।

উগান্ডা সীমান্ত থেকে দুই কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থিত স্কুলে এই হামলা হয়েছে। বেশ কয়েক বছর পর উগান্ডার স্কুলে এ ধরনের ঘটনা ঘটল। এডিএফ বিদ্রোহীরা গত দুই দশক ধরে ডিআরসির ভেতর থেকে কাজ করছে।

এবার মার্কিন নাগরিক প্রবেশে নিষেধাজ্ঞা দিল আফ্রিকার কিছু দেশ, কিন্তু কেন

দক্ষিণ আফ্রিকায় ঐতিহ্যবাহী গণখতনা, সংক্রমণ ও পানিশূন্যতায় মৃত্যু ৪১

ইসরায়েল কেন প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিল

সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি—‘রাষ্ট্রীয় আগ্রাসন’ আখ্যা দিয়ে প্রত্যাহারের দাবি সোমালিয়ার

নাইজেরিয়ায় হামলা: ‘বড়দিনের উপহার’ বলে উদ্‌যাপন ট্রাম্প প্রশাসনের, স্থানীয়রা বলছেন—‘কখনো আইএস দেখিনি’

প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ইসরায়েল

ট্রাম্পের নির্দেশে নাইজেরিয়ায় মার্কিন বাহিনীর হামলা

ফরাসি ঔপনিবেশিক শাসনকে ‘অপরাধ’ গণ্য করে আলজেরিয়ায় আইন পাস

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের অপহৃত আরও ১৩০ শিক্ষার্থী মুক্ত

এবার জোহানেসবার্গের পানশালায় বন্দুকধারীদের গুলি, নিহত ৯