হোম > বিশ্ব > আফ্রিকা

গাড়ি থেকে নগদ অর্থ কেড়ে নেওয়ার চেষ্টা, ১০ ডাকাত নিহত 

দক্ষিণ আফ্রিকায় গাড়ি থেকে নগদ অর্থ কেড়ে নেওয়ার চেষ্টাকালে পুলিশের সঙ্গে গোলাগুলিতে ১০ ডাকাত নিহত হয়েছেন। গতকাল সোমবার দেশটি কর্তৃপক্ষ এমনটি জানায়।

দক্ষিণ আফ্রিকার পুলিশ বিভাগের মন্ত্রী ভেকি সেলে এর আগে জানিয়েছিলেন, অর্থ বহনকারী গাড়ি থেকে নগদ অর্থ কেড়ে নেওয়ার চেষ্টাকালে সন্দেহভাজন আটজন পুলিশের গুলিতে নিহত হয়েছেন।

তবে দেশটির স্বাধীন পুলিশ তদন্ত অধিদপ্তরের মুখপাত্র গ্রেস লাঙ্গা বলেন, নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। 

 বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে দক্ষিণ জোহানেসবার্গের রোসেটেনভিলের শহরতলিতে একটি পরিকল্পিত ডাকাতি প্রতিরোধ করতে হেলিকপ্টার মোতায়েন করে পুলিশ। 

ডাকাতেরা হেলিকপ্টার লক্ষ্য করে গুলি চালালে পুলিশও সন্দেহভাজনদের লক্ষ্য করে পাল্টা গুলি চালায়।

ভেকি সেলে সাংবাদিকদের বলেন, অতর্কিতভাবে তারা হেলিকপ্টারে হামলা চালায়। তারা পাইলটকে গুলি করে।

দক্ষিণ আফ্রিকার পুলিশ বিভাগের মন্ত্রী জানান, দক্ষিণ-পূর্ব কোয়াজুলু-নাটাল প্রদেশের পাশাপাশি প্রতিবেশী জিম্বাবুয়ে ও বতসোয়ানা থেকে আসা ২৫ সদস্যের একটি ডাকাত দল অর্থ কেড়ে নেওয়ার চেষ্টা করে। জীবিত অবস্থায় আট জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ইসরায়েল কেন প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিল

সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি—‘রাষ্ট্রীয় আগ্রাসন’ আখ্যা দিয়ে প্রত্যাহারের দাবি সোমালিয়ার

নাইজেরিয়ায় হামলা: ‘বড়দিনের উপহার’ বলে উদ্‌যাপন ট্রাম্প প্রশাসনের, স্থানীয়রা বলছেন—‘কখনো আইএস দেখিনি’

প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ইসরায়েল

ট্রাম্পের নির্দেশে নাইজেরিয়ায় মার্কিন বাহিনীর হামলা

ফরাসি ঔপনিবেশিক শাসনকে ‘অপরাধ’ গণ্য করে আলজেরিয়ায় আইন পাস

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের অপহৃত আরও ১৩০ শিক্ষার্থী মুক্ত

এবার জোহানেসবার্গের পানশালায় বন্দুকধারীদের গুলি, নিহত ৯

সুদানে যোদ্ধা পাঠাচ্ছে আরব আমিরাতের ঠিকাদার, ট্রাম্প নিষেধাজ্ঞা দিলেন কলম্বিয়ানদের

সোনা খুঁজতে গিয়েছিল দুই কিশোর, খনি ধসে চাপা পড়ে হলো মৃত্যু