হোম > বিশ্ব > আফ্রিকা

মালিতে ১০ বছর পর আনুষ্ঠানিকভাবে শেষ হলো জাতিসংঘের শান্তিরক্ষা মিশন

মালিতে দীর্ঘ ১০ বছর পর জাতিসংঘের মিশন আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। মালির সামরিক নেতাদের নির্দেশে আজ সোমবার মিনুসমা নামে পরিচিত মিশনটির সমাপ্তি ঘোষণা করা হয়। আরব নিউজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

মালিতে নিযুক্ত জাতিসংঘের মুখপাত্র ফাতুমাতা কাবা জানিয়েছেন, দেশটির রাজধানী বামাকোতে জাতিসংঘের দপ্তরে জাতিসংঘের পতাকা অর্ধনমিত করা হয়েছে। এটি মিশনের আনুষ্ঠানিক সমাপ্তির প্রতীক।

আগামী বছরের ১ জানুয়ারির পরে ‘স্বাভাবিকীকরণ পর্যায়’ কার্যকর হবে, যেখানে কর্তৃপক্ষের কাছে অবশিষ্ট যন্ত্রপাতি হস্তান্তরের কার্যক্রম রয়েছে। 

তবে জাতিসংঘের স্থিতিশীলতা মিশন মিনুসমার প্রত্যাহার দেশটিতে আঞ্চলিক নিয়ন্ত্রণের জন্য সৈন্য এবং সশস্ত্র দলগুলোর মধ্যে আবারও লড়াই তীব্রতর হওয়ার আশঙ্কা রয়েছে বলেও জানানো হয়েছে। 

মিনুসমা গত এক দশক ধরে মালিতে প্রায় ১৫ হাজার সৈন্য ও পুলিশ মোতায়েন এবং পরিচালনা করেছে। এই মিশনে মিনসুমার প্রায় প্রায় ১৮০ জন সদস্য নিহত হয়েছেন। 

প্রত্যাহারের শুরুতে জাতিসংঘ মিশন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) জানায়, গত শুক্রবার পর্যন্ত মিনসুমার মোট ১৩ হাজার ৮০০ সদস্যর মধ্যে ১০ হাজার ৫০০ জনের বেশি ইউনিফর্মধারী এবং বেসামরিক সদস্য মালি ছেড়েছেন।

মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের নির্দেশ ট্রাম্পের, নেপথ্যে সুদানকেন্দ্রিক আরব বিশ্বের নয়া ভূরাজনীতি

নামিবিয়ার নির্বাচনে আবারও জয়ী ‘অ্যাডলফ হিটলার’

রাশিয়ার হয়ে যুদ্ধে ১৭ যুবককে প্ররোচনার অভিযোগ—জ্যাকব জুমার মেয়ের পদত্যাগ

ভোটে পরাজয় টের পেয়ে গিনি বিসাউয়ের প্রেসিডেন্টই কি ঘটালেন সামরিক অভ্যুত্থান

গিনি বিসাউয়ে সামরিক অভ্যুত্থান, সেনাবাহিনীর ক্ষমতা দখল, প্রেসিডেন্ট বন্দী

এল-ফাশেরে ৩ দিনে ২৭ হাজার মানুষকে হত্যা করেছে আরএসএফ: দারফুরের গভর্নর

১০ হাজার বছর পর জেগেছে ইথিওপিয়ার আগ্নেয়গিরি, ভারতের দিকে ধেয়ে আসছে ছাই

সিয়েরা লিওনে কালো জাদুর নামে নরবলি, নেপথ্যে ক্ষমতার নেশা

দারফুরের করদোফানে আরএসএফকে ঠেলে এগিয়ে যাচ্ছে সুদানি সেনাবাহিনী

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের ৩ শতাধিক শিক্ষার্থীকে অপহরণ