হোম > বিশ্ব > আফ্রিকা

মালিতে ১০ বছর পর আনুষ্ঠানিকভাবে শেষ হলো জাতিসংঘের শান্তিরক্ষা মিশন

মালিতে দীর্ঘ ১০ বছর পর জাতিসংঘের মিশন আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। মালির সামরিক নেতাদের নির্দেশে আজ সোমবার মিনুসমা নামে পরিচিত মিশনটির সমাপ্তি ঘোষণা করা হয়। আরব নিউজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

মালিতে নিযুক্ত জাতিসংঘের মুখপাত্র ফাতুমাতা কাবা জানিয়েছেন, দেশটির রাজধানী বামাকোতে জাতিসংঘের দপ্তরে জাতিসংঘের পতাকা অর্ধনমিত করা হয়েছে। এটি মিশনের আনুষ্ঠানিক সমাপ্তির প্রতীক।

আগামী বছরের ১ জানুয়ারির পরে ‘স্বাভাবিকীকরণ পর্যায়’ কার্যকর হবে, যেখানে কর্তৃপক্ষের কাছে অবশিষ্ট যন্ত্রপাতি হস্তান্তরের কার্যক্রম রয়েছে। 

তবে জাতিসংঘের স্থিতিশীলতা মিশন মিনুসমার প্রত্যাহার দেশটিতে আঞ্চলিক নিয়ন্ত্রণের জন্য সৈন্য এবং সশস্ত্র দলগুলোর মধ্যে আবারও লড়াই তীব্রতর হওয়ার আশঙ্কা রয়েছে বলেও জানানো হয়েছে। 

মিনুসমা গত এক দশক ধরে মালিতে প্রায় ১৫ হাজার সৈন্য ও পুলিশ মোতায়েন এবং পরিচালনা করেছে। এই মিশনে মিনসুমার প্রায় প্রায় ১৮০ জন সদস্য নিহত হয়েছেন। 

প্রত্যাহারের শুরুতে জাতিসংঘ মিশন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) জানায়, গত শুক্রবার পর্যন্ত মিনসুমার মোট ১৩ হাজার ৮০০ সদস্যর মধ্যে ১০ হাজার ৫০০ জনের বেশি ইউনিফর্মধারী এবং বেসামরিক সদস্য মালি ছেড়েছেন।

ইসরায়েল কেন প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিল

সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি—‘রাষ্ট্রীয় আগ্রাসন’ আখ্যা দিয়ে প্রত্যাহারের দাবি সোমালিয়ার

নাইজেরিয়ায় হামলা: ‘বড়দিনের উপহার’ বলে উদ্‌যাপন ট্রাম্প প্রশাসনের, স্থানীয়রা বলছেন—‘কখনো আইএস দেখিনি’

প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ইসরায়েল

ট্রাম্পের নির্দেশে নাইজেরিয়ায় মার্কিন বাহিনীর হামলা

ফরাসি ঔপনিবেশিক শাসনকে ‘অপরাধ’ গণ্য করে আলজেরিয়ায় আইন পাস

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের অপহৃত আরও ১৩০ শিক্ষার্থী মুক্ত

এবার জোহানেসবার্গের পানশালায় বন্দুকধারীদের গুলি, নিহত ৯

সুদানে যোদ্ধা পাঠাচ্ছে আরব আমিরাতের ঠিকাদার, ট্রাম্প নিষেধাজ্ঞা দিলেন কলম্বিয়ানদের

সোনা খুঁজতে গিয়েছিল দুই কিশোর, খনি ধসে চাপা পড়ে হলো মৃত্যু