হোম > বিশ্ব > আফ্রিকা

মালির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী আটক, মুক্তি দাবি জাতিসংঘের

ঢাকা : পশ্চিম আফ্রিকার দেশ মালির প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীকে আটক করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভায় রদবদল করার পর সোমবার তাঁদের আটক করে দেশটির সামরিক বাহিনী। তাঁদের রাজধানী বামাকোর কাছেই একটি সামরিক ঘাঁটিতে নেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স ও ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি খবরটি নিশ্চিত করেছে।

সেনাবাহিনীর হাতে বন্দী দেশটির প্রেসিডেন্ট বাহ এনদাও, প্রধানমন্ত্রী মোকতার উয়ানে এবং প্রতিরক্ষামন্ত্রী সোলাইমান ডোকুরের দ্রুত মুক্তি চেয়েছে জাতিসংঘ। দেশটিতে অবস্থিত জাতিসংঘ মিশন থেকে অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়েছে।

গত বছরের আগস্টে দেশটিতে সামরিক অভ্যুত্থান হয়। সামরিক অভ্যুত্থানের পর থেকে ১৮ মাস মেয়াদি অন্তর্বর্তী সরকার পরিচালনা করছিলেন প্রেসিডেন্ট বাহ এনদাও এবং প্রধানমন্ত্রী মোকতার উয়ানে। অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভা থেকে দুই সেনা কর্মকর্তাকে সরিয়ে দেওয়ার পর ফের সংকট শুরু হয়। যার পরিপ্রেক্ষিতে আটক করা হয় প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীকে।

 

এবার মার্কিন নাগরিক প্রবেশে নিষেধাজ্ঞা দিল আফ্রিকার কিছু দেশ, কিন্তু কেন

দক্ষিণ আফ্রিকায় ঐতিহ্যবাহী গণখতনা, সংক্রমণ ও পানিশূন্যতায় মৃত্যু ৪১

ইসরায়েল কেন প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিল

সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি—‘রাষ্ট্রীয় আগ্রাসন’ আখ্যা দিয়ে প্রত্যাহারের দাবি সোমালিয়ার

নাইজেরিয়ায় হামলা: ‘বড়দিনের উপহার’ বলে উদ্‌যাপন ট্রাম্প প্রশাসনের, স্থানীয়রা বলছেন—‘কখনো আইএস দেখিনি’

প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ইসরায়েল

ট্রাম্পের নির্দেশে নাইজেরিয়ায় মার্কিন বাহিনীর হামলা

ফরাসি ঔপনিবেশিক শাসনকে ‘অপরাধ’ গণ্য করে আলজেরিয়ায় আইন পাস

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের অপহৃত আরও ১৩০ শিক্ষার্থী মুক্ত

এবার জোহানেসবার্গের পানশালায় বন্দুকধারীদের গুলি, নিহত ৯