হোম > বিশ্ব > আফ্রিকা

কঠোর নিরাপত্তায় আদালতে হাজির হলো তানজানিয়ার বিরোধীদলীয় নেতা

তানজানিয়ার প্রধান বিরোধী দলীয় নেতা ফ্রিম্যান এমবাও আজ মঙ্গলবার দেশটির উচ্চ আদালতে হাজির হয়েছেন। একটি মামলায় তার বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছে। তবে তাঁর দল এ মামলাটিকে ভিন্নমত দমন করার জন্য রাজনৈতিক উদ্দেশে প্রণোদিত পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে। খবর এএফপি’র। 

৫৯ বছর বয়সী এই নেতার বিরুদ্ধে সন্ত্রাসবাদে অর্থায়ন ও ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। এতে করে গণতান্ত্রিক অবস্থা এবং প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসানের অধীনে আইনের শাসন নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

চাদেমা পার্টির চেয়ারম্যান ফ্রিম্যান এমবাও এবং তার সমর্থকেরা অভিযোগ করেছে যে, বিচার চলাকালে বিবৃতি দিতে বাধ্য করার জন্য নিরাপত্তা হেফাজতে পুলিশ তাঁকে নির্যাতন করেছে। কঠোর নিরাপত্তায় আদালতে তাঁকে হাজির করার সময় পুলিশ অধিকাংশ সাংবাদিককে আদালত কক্ষে প্রবেশ করতে দেয়নি। 

চাদেমা পার্টির সিনিয়র নেতাদের সঙ্গে রাতের বেলা অভিযান চালিয়ে গ্রেপ্তার করার পর এমবাওকে গত ২১ জুলাই থেকে কারাগারে রাখা হয়। সাংবিধানিক সংস্কারের দাবিতে একটি পাবলিক ফোরাম অনুষ্ঠান করার কয়েক ঘণ্টা আগে পুলিশ এ অভিযান চালায়।  

দার এস সালাম আদালতে মঙ্গলবারের শুনানিতে ব্রিটিশ ও মার্কিন দূতাবাসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ ছাড়াও চাদেমা পার্টির সিনিয়র নেতারাও সেখানে উপস্থিত ছিলেন।

এবার মার্কিন নাগরিক প্রবেশে নিষেধাজ্ঞা দিল আফ্রিকার কিছু দেশ, কিন্তু কেন

দক্ষিণ আফ্রিকায় ঐতিহ্যবাহী গণখতনা, সংক্রমণ ও পানিশূন্যতায় মৃত্যু ৪১

ইসরায়েল কেন প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিল

সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি—‘রাষ্ট্রীয় আগ্রাসন’ আখ্যা দিয়ে প্রত্যাহারের দাবি সোমালিয়ার

নাইজেরিয়ায় হামলা: ‘বড়দিনের উপহার’ বলে উদ্‌যাপন ট্রাম্প প্রশাসনের, স্থানীয়রা বলছেন—‘কখনো আইএস দেখিনি’

প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ইসরায়েল

ট্রাম্পের নির্দেশে নাইজেরিয়ায় মার্কিন বাহিনীর হামলা

ফরাসি ঔপনিবেশিক শাসনকে ‘অপরাধ’ গণ্য করে আলজেরিয়ায় আইন পাস

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের অপহৃত আরও ১৩০ শিক্ষার্থী মুক্ত

এবার জোহানেসবার্গের পানশালায় বন্দুকধারীদের গুলি, নিহত ৯