হোম > বিশ্ব > আফ্রিকা

রহস্যময় রোগে কেনিয়ার এক স্কুলের ৯৫ ছাত্রী পঙ্গু

রহস্যময় এক রোগে আক্রান্ত হয়ে কেনিয়ার একটি বিদ্যালয়ের ৯৫ জন ছাত্রী পঙ্গু হয়ে পড়েছে। কেনিয়ার কাকামেগা প্রদেশের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করে বলেন, রাজধানী নাইরোবি থেকে ৩৭৪ কিলোমিটার উত্তর–পশ্চিমে সেন্ট টেরিসা ইরেগি গার্লস হাইস্কুলের এই শিক্ষার্থীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে কাকামেগা প্রদেশের ক্লিনিক্যাল এক্সিলেন্স কমিশনার বার্নার্ড ওয়েসোঙ্গার বরাত দিয়ে বলা হয়েছে, ছাত্রীদের রক্ত, মূত্র ও মলের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং অজানা এ রোগের কারণ জানার জন্য পরীক্ষা করতে পাঠানো হয়েছে। অজানা এ রোগের কারণে অভিভাবকদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ তৈরি হয়েছে। 

তিনি আরও বলেন, ‘কিছু শিক্ষার্থী ওষুধের প্রতি ইতিবাচক সাড়া দিয়েছে। অন্যরা এখনো চিকিৎসাধীন।’ 

আক্রান্ত শিক্ষার্থীদের মধ্যে হাঁটুতে ব্যথার মতো লক্ষণ দেখা দিয়েছে, এ কারণে তাদের হাঁটাচলায় ব্যাঘাত ঘটছে। স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, মেয়েদের পা অসাড় এবং অচল হয়ে পড়েছে। কারও কারও মাথাব্যথা, বমি এবং জ্বর দেখা দিয়েছে। 

প্রতিবেদন অনুসারে, স্কুল প্রশাসনের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এক বৈঠকের পর স্কুলটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। 

সরকার আক্রান্ত শিক্ষার্থীদের অভিভাবকদের সতর্ক থাকার এবং তাঁদের সন্তানের স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছে। স্বাস্থ্য কর্মকর্তারা এ রোগের কারণ শনাক্ত এবং এর প্রতিকার বের করতে কাজ করে যাচ্ছেন।

ইসরায়েল কেন প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিল

সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি—‘রাষ্ট্রীয় আগ্রাসন’ আখ্যা দিয়ে প্রত্যাহারের দাবি সোমালিয়ার

নাইজেরিয়ায় হামলা: ‘বড়দিনের উপহার’ বলে উদ্‌যাপন ট্রাম্প প্রশাসনের, স্থানীয়রা বলছেন—‘কখনো আইএস দেখিনি’

প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ইসরায়েল

ট্রাম্পের নির্দেশে নাইজেরিয়ায় মার্কিন বাহিনীর হামলা

ফরাসি ঔপনিবেশিক শাসনকে ‘অপরাধ’ গণ্য করে আলজেরিয়ায় আইন পাস

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের অপহৃত আরও ১৩০ শিক্ষার্থী মুক্ত

এবার জোহানেসবার্গের পানশালায় বন্দুকধারীদের গুলি, নিহত ৯

সুদানে যোদ্ধা পাঠাচ্ছে আরব আমিরাতের ঠিকাদার, ট্রাম্প নিষেধাজ্ঞা দিলেন কলম্বিয়ানদের

সোনা খুঁজতে গিয়েছিল দুই কিশোর, খনি ধসে চাপা পড়ে হলো মৃত্যু