হোম > বিশ্ব > আফ্রিকা

তানজানিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২২, আহত ৩৮

পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ায় সড়ক দুর্ঘটনায় অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার দেশটির পূর্বাঞ্চলে একটি বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ওই ২২ জন নিহত হন, আহত হয়েছেন আরও ৩৮ জন। দেশটির প্রেসিডেন্টের বাসভবন থেকে এ ঘটনায় হতাহতের সংখ্যা নিশ্চিত করা হয়েছে। সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

তানজানিয়ার প্রেসিডেন্টের বাসভবন থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ওই দুর্ঘটনায় ২২ জন মারা যাওয়ার পাশাপাশি আহত হয়েছেন আরও ৩৮ জন। 

তানজানিয়ার পূর্বাঞ্চলের শহর মোরোগোরোর পুলিশ প্রধান ফরচুনাচাস মুসলিম বলেছেন, ‘উপকূলীয় শহর ও অর্থনৈতিক কেন্দ্র দার এস সালাম থেকে প্রায় ২০০ কিলোমিটার পশ্চিমে মেলেলা কিবাওনিতে দুর্ঘটনাটি ঘটেছে।’ 

ফরচুনাচাস মুসলিম আরও বলেন, ‘একটি মোটরসাইকেলকে ওভারটেক করতে ট্রাকটি তার লেন ছেড়ে চলে যায়। ওই ট্রাকচালক দার এস সালাম বন্দর থেকে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের দিকে যাচ্ছিলেন, মোটরবাইকটি ওভারটেক করতে গিয়ে ট্রাক ও বাসে মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটি পশ্চিমাঞ্চলীয় শহর এমবেয়া থেকে উপকূলীয় শহর টাঙ্গার দিকে যাচ্ছিল।’ 

দেশটির প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান টুইটারে শোক প্রকাশ করে লিখেছেন, ‘রাস্তায় চলাচলকারীরা ট্রাফিক নিয়ম চলুন।’

এবার মার্কিন নাগরিক প্রবেশে নিষেধাজ্ঞা দিল আফ্রিকার কিছু দেশ, কিন্তু কেন

দক্ষিণ আফ্রিকায় ঐতিহ্যবাহী গণখতনা, সংক্রমণ ও পানিশূন্যতায় মৃত্যু ৪১

ইসরায়েল কেন প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিল

সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি—‘রাষ্ট্রীয় আগ্রাসন’ আখ্যা দিয়ে প্রত্যাহারের দাবি সোমালিয়ার

নাইজেরিয়ায় হামলা: ‘বড়দিনের উপহার’ বলে উদ্‌যাপন ট্রাম্প প্রশাসনের, স্থানীয়রা বলছেন—‘কখনো আইএস দেখিনি’

প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ইসরায়েল

ট্রাম্পের নির্দেশে নাইজেরিয়ায় মার্কিন বাহিনীর হামলা

ফরাসি ঔপনিবেশিক শাসনকে ‘অপরাধ’ গণ্য করে আলজেরিয়ায় আইন পাস

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের অপহৃত আরও ১৩০ শিক্ষার্থী মুক্ত

এবার জোহানেসবার্গের পানশালায় বন্দুকধারীদের গুলি, নিহত ৯