হোম > বিশ্ব > আফ্রিকা

দক্ষিণ আফ্রিকায় বাস–ট্রানজিট ভ্যানের সংঘর্ষে নিহত ২০

দক্ষিণ আফ্রিকায় একটি পর্যটকবাহী বাস এবং একটি সাঁজোয়া ক্যাশ-ইন-ট্রানজিট ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ২০ জন নিহত এবং ৬৮ জন আহত হয়েছেন। গতকাল সোমবার একটি মোটরওয়ে ব্রিজে এ সংঘর্ষ হয়। এতে বাসটি নীচে নদীতে পড়ে যায়।

প্যারামেডিক কোম্পানি ইআর–২৪ জানিয়েছে, রাস্তার ধারে তিনজনকে এবং ১৬ জনকে নদীর তলদেশে মৃত অবস্থায় পাওয়া গেছে। নদীর তলদেশে পাওয়া লাশগুলো বাসের নিচে আটকা পড়েছিল। এ ছাড়া পরে হাসপাতালে মারা যান একজন।

সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, পুলিশ ও ডুবুরিরা মোটরওয়ের পাশে বয়ে যাওয়া নদীতে যারা ভেসে যেতে পারে তাঁদের অনুসন্ধান করছে। লিম্পোপো প্রদেশের মাখাদোতে এন–১ মোটরওয়েতে দুর্ঘটনার কারণ জানতে তদন্ত করা হচ্ছে।

এই অঞ্চলটি এবং দক্ষিণ আফ্রিকার অন্যান্য অঞ্চলগুলি ভারী বর্ষণ এবং বন্যার শিকার হচ্ছে, যা সরকারকে একটি জাতীয় দুর্যোগ ঘোষণা করতে প্ররোচিত করছে। দুর্ঘটনায় নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। দুর্ঘটনার সময় বাসটিতে কতজন লোক ছিল তাও জানা যায়নি। 

নিহত ও আহতদের উদ্ধার করা অ্যাম্বুলেন্স কোম্পানি বলেছে, রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরিস্থিতি তদন্তে পুলিশ ঘটনাস্থলে ছিল। দক্ষিণ আফ্রিকার বন্যার শিকার সাতটি প্রদেশের মধ্যে লিম্পোপো একটি। লা নিনা আবহাওয়ার করণে দেশটিতে এ বন্যা দেখা দিয়েছে। 

দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা এ বন্যার কারণে গতকাল দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

ইসরায়েল কেন প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিল

সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি—‘রাষ্ট্রীয় আগ্রাসন’ আখ্যা দিয়ে প্রত্যাহারের দাবি সোমালিয়ার

নাইজেরিয়ায় হামলা: ‘বড়দিনের উপহার’ বলে উদ্‌যাপন ট্রাম্প প্রশাসনের, স্থানীয়রা বলছেন—‘কখনো আইএস দেখিনি’

প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ইসরায়েল

ট্রাম্পের নির্দেশে নাইজেরিয়ায় মার্কিন বাহিনীর হামলা

ফরাসি ঔপনিবেশিক শাসনকে ‘অপরাধ’ গণ্য করে আলজেরিয়ায় আইন পাস

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের অপহৃত আরও ১৩০ শিক্ষার্থী মুক্ত

এবার জোহানেসবার্গের পানশালায় বন্দুকধারীদের গুলি, নিহত ৯

সুদানে যোদ্ধা পাঠাচ্ছে আরব আমিরাতের ঠিকাদার, ট্রাম্প নিষেধাজ্ঞা দিলেন কলম্বিয়ানদের

সোনা খুঁজতে গিয়েছিল দুই কিশোর, খনি ধসে চাপা পড়ে হলো মৃত্যু